পরীক্ষামূলক এ ফিচারটি স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করা যাবে। প্রতিদিন ফেইসবুকে দেড়শ’ কোটি মানুষ লগইন করে। ফলে সাইটটির জনপ্রিয়তা বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করছে।
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, ফেইসবুক এ সেবাটি চালু করলে কতজন ব্যবহারকারী অ্যাপ্লিকেশন ব্যবহার করে কেনাকাটা করে তা ফেইসবুকেই জানা যাবে। এতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে বলেও বিবিসিকে জানিয়েছেন পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সালিভান এর ব্যবস্থাপনা পরিচালক মেনজ মেনন।
অন্য কিছু বিশ্লেষক প্রতিষ্ঠান অবশ্য ফেইসবুকের এ অ্যাপস ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা বলছেন, অর্থনৈতিক ব্যাপারে ভোক্তারা নিরাপত্তা প্রত্যাশা করেন। অনলাইন পেমেন্ট সিস্টেম নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা। পেপাল, ভিসা এবং এ ধরনের অনলাইন পেমেন্ট সিস্টেমগুলো যেভাবে মানুষের আস্থা অর্জন করেছে, তাতে ফেইসবুকের সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশ্লেষকরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।