এগারোটা স্বর আর উনচল্লিশটা ব্যান্ঞ্জন
দিয়ে লেখা একটি নাম ।
লাঙ্গলের তীঘ্ন ফলায় আকাঁ ,তেরশ নদীর একটি দেশ!
এখানে এক কবি ছিলেন
যিনি স্বপ্ন ও রোদ্দুরের কথা লিখতেন।
যিনি নদীর স্রোতের ভাষা বুঝতেন।
যিনি উর্বর শস্য দানার সাথে কথা বলতেন।
একদিন কবি শস্য দানা হলেন।
একদিন কবি লাঙ্গলের ফলা হলেন।
তারপর লিখলেন এক দীর্ঘ কবিতা।
একদিন সেই কবিতা একটি দেশ হলো।
আর কবি হলো সে দেশের সবুজ শস্য,আর সোনালি রোদ্দুর।
ইতিহাস সে দেশকে বাংলাদেশ বলে ডাকে।
আর সে কবিকে শেখ মুজিব বলে জানে।
এরপর থেকে আমরা কবিকে খুঁজতে বাংলাদেশে যাই।
শস্য দানা আর রোদ্দুরে তাকাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।