আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুকে নিয়ে আবদুল জব্বার

দীর্ঘদিন পর বঙ্গবন্ধুকে নিয়ে গান করলেন কণ্ঠশিল্পী মো. আবদুল জব্বার। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গীতিকার ইমরান পরশের লেখা ও সুরকার মিতু মোর্শেদের সুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে 'কে বলে পিতা তুমি নাই' শিরোনামের একটি অ্যালবামের জন্য গানটি রেকর্ড করা হয়েছে। গানটির কথা হচ্ছে 'আবার আসত যদি বঙ্গবন্ধু'। অ্যালবামের সবকটি গানই বঙ্গবন্ধুকে নিয়ে।

এর মধ্যেই আরও দুটি গানে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রমোহন রাজবংশী। অ্যালবামটি শীঘ্রই বাজারে আসবে বলে জানান গীতিকার। গীতিকার ইমরান পরশ বলেন, আবদুল জব্বারের মতো গুণী শিল্পী আমার সুরে গান করেছেন তা আমার জন্য অনেক আনন্দের। এ ছাড়া আবদুল জব্বার স্যার আমার লেখা গানটির অনেক প্রশংসা করেছেন। শুধু এ গানই নয়, আমি চেষ্টা করেছি একটু ভিন্ন সাজে আমার অ্যালবামটি সাজাতে।

আশা করছি, অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.