রোববার সাকলে কাকুড়া-করিমপুর গ্রামের কাছে বিবিয়ানা গ্যাস ফিল্ডস সংলগ্ন হাওরে এ তিন লাশ পাওয়া যায়।
এরা হলেন উপজেলার কসবা গ্রামের মজিবুর রহমানের ছেলে জাকির মিয়া (৩০), প্রয়াত রহমত উল্লাহর ছেলে বাসিত মিয়া (৫০) এবং অজ্ঞাত পরিচয় একজন (৩০)।
নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কসবা গ্রামের রানা ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের ফারুক মিয়া ও সহযোগীদের বিরোধ চলছিল।
এর জেরে গত শুক্রবার সকাল ৭টায় দুপক্ষের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত এবং পাঁচজন নিখোঁজ হয়।
তিনি বলেন, রোববার সকালে স্থানীয়রা বিবিয়ানা গ্যাস ফিল্ডস সংলগ্ন হাওরে লাশ তিনটি ভাসতে দেখতে থানায় খবর দেয়।
মৃতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।