আমাদের কথা খুঁজে নিন

   

''শেয়ার ব্যবসা'' বনাম ''ব্রয়লার বাচ্চা ব্যবসা'' !!!!



বিকাল ২ টা ৪৫ মিনিট। রিক্সায় যাচ্ছিলাম। হঠাৎ জ্যামে রিক্সা দাঁড়ালো। এই সময় আমার এক বন্ধু ফোন করল। সে এক কোম্পানীর শেয়ার কেনার জন্য পরামর্শ চাইল।

আমিও এই শেয়ার ভুবনে নতুন। তবুও মাঝামাঝি অবস্থানে থেকে তাকে কেনার পরামর্শ দিচ্ছি। বন্ধুটি যে শেয়ার কিনতে চাইছে তার দাম ৫১.৫০ এবং ৫২ টাকা হবে। আমি বললাম আর একটু পরে কেন, দাম কমতে পারে। সে বলছে যদি না কমে, এখনই কিনি।

এভাবেই কথা চলছিল। কথা বলার মাঝে লক্ষ্য করলাম, আমার পাশে দাঁড়ানো এক রিক্সায় বসা এক ছেলে মনযোগ দিয়ে আমার কথা শুনছে। বিরক্ত লাগল। আমার কথা বলা শেষ হলে ছেলেটি তার রিক্সা থেকে নেমে আমার রিক্সার কাছে এসে বলল, ''আচ্ছা ভাই, ৫২ টাকা করে যে রেটের কথা বললেন সেটি কোন্্ ফার্মের ব্রয়লার বাচ্চা?'' মনে মনে বললাম, হায় রে কপাল!! আর ছেলেটি বলালাম, ''না, এটা অন্য জিনিসের দাম। ''


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.