আমাদের কথা খুঁজে নিন

   

ফিনল্যান্ডের ডায়েরি...৪

সীমান্তের অতন্দ্র প্রহরী

আজ কিছু মজার ঘটনা শেয়ার করি.. প্রথমঃ আমি ফিনিশ ভাষার শুধুমাত্র হ্যাঁ (Joo), না (Ei), ধন্যবাদ(Kittös) এই বিচ্ছিন্ন কিছু শব্দ ছাড়া তেমন কিছুই পারি না। অন্যদিকে ফিনিশ ভাষা ছাড়া এই দেশে কাজ পাওয়া অনেক মুশকিল। ফিনিশ ভাষা অল্প পারি এই কথা বলে কোনভবে একটা পার্টটাইম কাজ ম্যানেজ করেছি। একদিন আমি আর আমার বস ২০ কিমি দুরে একস্থানে যাব। আমার তো আর গাড়ি নেই তাই বসের গাড়িতেই উঠে পরলাম।

আমি আর আমার বস যাচ্ছি একসাথে। তো উনি ফিনিশ ভাষায় কি যেন বলা শুরু করল, আমি তো আর বুঝিনা, কিন্তু বুঝিনা এই কথা তো আর প্রকাশ করে দিলে চলবেনা। আমিও এমন ভাব ধরলাম যে উনি যা বলছে সব বুঝতে পারছি, মাথা নাড়াচ্ছি আর Joo, Joo বলে যাচ্ছি। মিনিট দুই এক পর উনার গলার টোনে লক্ষ্য করলাম আসলে তিনি যেন আমার সাথে কথা বলছেন না। আমি ভাল করে খেয়াল করে দেখলাম কানে ছোট্ট ব্লু-টুথ ডিভাইস।

নিজে নিজেই হাসলাম কিচ্ছুক্ষণ। দ্বিতীয়ঃ ইউনিভাসির্টিতে একটি সাবজেক্টের প্রেজেন্টশন চলছে। আমার গ্রুপে আমি, জার্মান ইয়ং, তানজানিয়ান এডসন, পোলিশ মেয়ে আগাতা। আমাদের স্লাইড সব রেডি। একটু পর ই প্রেজেন্টেশন, তো কে কোন স্লাইড এর বর্ননা করবে তা নিয়ে আলোচনা হচ্ছে।

হঠাৎ পোলিশ আগাতা বলল ''আমি কোন কিছু বলতে পারবনা আজ'' আমি জিজ্ঞেস করলাম কেন? আমাকে অবাক করে দিয়ে সে উত্তর দিল আজ নাকি তার পিরিয়ড তাই সে কিছু করতে পারবেনা! আমি অবাক হয়ে ভাবি তারা আসলে কতটা ইজি!। চেয়ে দেখি ইয়ং তার সেই বিখ্যাত জার্মান হাসি শুরু করেছে। পেলিশ আগাতা আর জার্মান ইয়ং তৃতীয়ঃ আজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ইউনিভার্সিটিতে ক্যাম্পেইন চলছে। নানা ইভেন্ট চলছে চারদিকে। এক স্থানে কলম, পেন্সিল, চকলেট, পোষ্টার, কফি ইত্যাদি বিতরন চলছে।

আমিও গেলাম গিয়ে নতুন সদস্য ফরম পুরণ করলাম। দায়িত্বরত সুন্দরী কলম পেন্সিলে সাথে সাথে আমার হাতে কনডম ও তুলে দিলেন (ইহাও নাকি গিফট এর আওতাভুক্ত! শুধু আমি না যারাই যাচ্ছে তারা ই ঐ গিফট পাচ্ছে। ) আমি মনে মনে ভাবি মাইনাস ৫ ডিগ্রি আবহাওয়াতে এরচেয়ে ভাল গিফট কি ই বা হতে পারে। ক্লাসে গিয়ে ইয়ং কে বললাম, সে তাড়াতাড়ি নিচে এসে সেই বিশেষ প্যকেট সংগ্রহ করল। ক্লাসে গিয়ে তার ভাঙ্গা ইংরেজিতে ব্যাবহার বিধি পড়তে লাগল...... ইউভাস্কুলা, ফিনল্যান্ড।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।