আমাদের কথা খুঁজে নিন

   

দিশেহারা এরশাদ আর দিশেহারা ফিনল্যান্ডের নকিয়া ফোন সেম টু সেম !

আমার আগের নিক হ্যাক হয়েছে কিনতু দ্বাবি একটাই যুদ্ধাপরাধীদের ফাসি চাই। ___________________ @সুলতান মির্জা
এরশাদের জাতীয় পার্টি আর ফিনল্যান্ডের নকিয়া মোবাইলের অবস্থা এখন এক কাতারে চলে গেছে। নকিয়া ফোন এক দশকেরও বেশি সময় বাংলাদেশে এক চেটিয়া ব্যাবসা করেছিল। এরশাদের জাতীয় পার্টিও ৯ বছর এক চেটিয়া দেশ শাসন করেছিল। নকিয়া ফোন এখন আর কেউ কিনতে চায় না।

এরশাদের জাতীয় পার্টিকেও এখন কেউ আর বিশ্বাস করতে চায় না। নকিয়া ফোনে ব্যাক ডেটেট পলিসি এখনো রয়ে গেছে এরশাদের জাতীয় পার্টিতেও কান কথা চলাফেরা করার অভ্যাস টা রয়ে গেছে। বার বার কম দামের বিজ্ঞাপন দিয়েও নকিয়া ফোন বাজারে সুবিদে করতে পারে নাই। এরশাদ বার বার দর চালাচালি করেও রাজনীতির বাজারে এখন সুবিদে করতে পারছে না। নকিয়া ফোন কোম্পানী বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হইলো এরশাদের জাতীয় পার্টি ও বিক্রির প্রক্রিয়া চলছে।

অবশেষে নকিয়া মোবাইল ফোন কোম্পানী অবশেষে ৭২০ কোটি ডলারের বিনিময়ে কিনে নিল মাইক্রোসফট। অবশেষে এরশাদের জাতীয় পার্টিরও দাম উঠাইতাসে এরশাদ যে ৭৫ আসন দিবে এরশাদ তারই হবে। এই হচ্ছে এরশাদ আর নকিয়া ফোনের অবস্থা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.