আজীবন দলের সভাপতি, চেয়ারপার্সন এবং এক, দুই বা আরো যতোবার সুযোগ পাওয়া যায় ততবারই প্রধানমন্ত্রী! এরকম আসলে খুব বেশি নাই!
আজকে ফিনল্যাণ্ডের প্রধানমন্ত্রী ইয়ুরকি কাতাইনেন নতুন নেতৃত্বের সুযোগ করে দিতে তার নিজের দলের চেয়ারম্যানের পদসহ প্রধানমন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। বলেছেন, তিনি অন্য কাজে ব্যস্ত হতে চান। দলীয় প্রধান হিসেবে নয়। দলের কর্মী থাকবেন। দেশের অন্য কোন কাজে নিযুক্ত করে নিজের নেতৃত্বের যাত্রা অব্যাহত রাখার কথা বলেন তিনি।
আগামী জুন মাসে ক্ষমতাসীন দলের পরবর্তী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন দলীয় প্রধান নির্বাচিত হবেন। দলের নতুন চেয়ারম্যান প্রধানমন্ত্রী হিসবেও দায়িত্ব নেবেন।
মনে করতাছেন, বয়স হইচে বেচারার! আসলে তা না।
পুনশ্চ: কিছু কি শেখার আছে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।