আমাদের কথা খুঁজে নিন

   

দিবস অমলিন



কোন ডাষ্টবিনে ফেলে রাখা জীবন্ত এক জীব যার মরন ও নেই, উচিষ্ঠ যত সব ময়লার স্তুপ ফেলা হয় তাতে কিন্তু খাদ্য নেই। আলো আছে,বাতাস আছে, পানি ফেলে কত, প্রতিহীংসা আর অবজ্ঞাতে দেখে শত শত। কেমন যে এমন হলো জানি নাতো হায়, কত বিলাসী বিচরন আর উপভোগ করে বাড়ীর আঙিনায়। বৈমাত্রেয় ভালবাসা জননী যার নেই, বৈমাত্রেয় ভাইবোন ছাড়া আপন কেউ নেই। এই বাড়ী ছিল মাতার সুত্রে আমাদের অধিকার, দৈত্য দানবের পদধুলিতে করে হাহাকার। ক্ষুধার্ত আজব জীব হয়ে আছি সেই অনেককাল, র্নিমম ভালবাসায় নিমর্মতা সৃজন আছে চিরকাল। আমার দুঃখের জ্বালা হে শাসক শোষক বুঝিবে একদিন, স্মৃতির পাতায় এই তো সেই দিবস অমলিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.