সবার উপর আমি সত্য
২০০৫, ১৩ ফেব্রুয়ারী। জীবনে প্রথম একটা ফুল দিলাম প্রিয় বান্ধবী রাসনাকে। ইন্টারমিডিয়েটে পড়তাম। সে পয়লা বসন্তে আমরা ছিলাম একই গ্রুপে (কিউ ফ্রেন্ডস গ্রুপ) সাত জন, ওরা ছয় বান্ধবী আর আমি একা বন্ধু। ২০০৬,তা ছিল স্বপ্নের চাইতেও সুন্দর, তবুও এলো ঝড় শেষ দিকে, ছিন্ন ভিন্ন হয়ে গেলাম ৭ জন।
মা-বাবার পছন্দের মেয়েকে (দুর সম্পর্কের খালাতো বোন + আব্বুর ছাত্রী + আপার মামাতো ননদ) জীবনে আনবো কি আনবো না ভাবতে ভাবতে ২০০৭ গেলো। এর পর বললাম " যা অনিবার্য তা দ্রুত ঘটাই ভালো"। ২০০৮,২০০৯ সে সাঈদার সাথেই ছিলাম । জীবনে নেমে এলো এক অমাবশ্যা। কোথায় হারিয়ে গেলো সাঈদা আর তার মা।
২০১০ ফেব্রুয়ারী ছিল অশ্রু ভেজা ।
এবার ২০১১,১৪ই ফেব্রুয়ারী ... আমার অকৃত্তিম বান্ধবী সুমিকে (পাবনা) ফোন দিয়ে দিন শুরু করলাম,
ও রিসিভ করা মাত্রই বললাম I love you.
সে তাতক্ষনিক "আমিও তোমাকে ভালোবাসি, কি খুশিতো?"
"হ্যাঁ, সত্তি খুব ভালো লাগছে"
আজ কি করবা.....ইত্যাদি
আজ রাসনার অনার্স ২য় বর্ষ ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে আমাকে মিসড কল দিল, কথা বলে একটা লাল গোলাপ ওর হাতে দিলাম। কাল রাতে কিনে রেখেছিলাম ওকে দিতে, ও কালো টিপ পরে এসেছিল, গত রাতে ওকে পরে আসতে বলেছিলাম..........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।