নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
জন্মদিনের দিবস পালন, বিবাহ বার্ষিকী তে দিবস পালন, মৃত্যু দিবস, কতই না এরকম দিবসের নাম শুনেছেন, কিন্তু “খুন দিবস” এর নাম কি শুনেছেন। “খুন দিবস” কারা পালন করে জানেন? খুনীরা!
আসুন আপনার অনুধাবন শক্তির একটি পরীক্ষা নেওয়া যাক। পরীক্ষার প্রশ্ন যেমন বলে দেয়া হবে, তেমনি প্রশ্নের উত্তর প্রদান শেষে তার ফলাফল আপনাকেই নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি একসাথে পরীক্ষার্থী এবং পরীক্ষকও বটে!
একজন বা ততোধিক খুনী, যারা কিনা জাতীর কাছে চিহ্নিত খুনী। আজ এমন একটি দিন যে দিনেই তারা এ খুনটি করেছিলেন, তারা কেউ দেশের বাহিরে, কেউ দেশের ভিতর কারাগারে, বিচারপ্রাপ্ত খুনী তারা।
শুধু বিচারের রায় বাস্তবায়নের অপেক্ষায়।
আপনাকে অনুধাবন করতে হবে সেই সব খুনীদের যেকোন একজনের আজকের দিনের বিশেষ অনুভূতিগুলো।
সাধারণ মানুষ হিসেবে এত বড় কঠিন পরীক্ষা বোধ হয় এর আগে কখনো দেননি, জোড় করছিনা, চেষ্টা করে ভাবতে পারেন পুরো জাতি যখন আজ শোকে কাতর সেই বিশেষ মানুষটির জন্য, মানুষটির পরিবারের জন্য তখন যারা ওই দিনের খুনী ছিলেন তাদের ভিতরকার অনুভূতিটা কিরকম। আমি আপনি কাউকে কখনো হত্যা করিনি, তাই কোন খুনীর তার খুন দিবসের অনুভূতির বহি:প্রকাশ জানাটাও আমার আপনার জন্য দুরুহ।
তারা কেমন ভাবে পালন করছে আজকের দিনটি? একবারের জন্যেও কি জানতে ইচ্ছে করেনা আপনার?
তারা কি আজকের এ দিনে খুবই উল্লসিত না অনুশোচনায় কাতর?
কার শক্তিতে তারা এ কাজটি করেছিল, কেনই বা করেছিল? সে প্রশ্নের উত্তরও কি পেতে ইচ্ছে করেনা?
এরকম হাজারো প্রশ্ন মাথায় ভর করে, কিন্তু উত্তর মেলানো খুবই কষ্টের।
আর এ উত্তর মেলাতে পারিনা বলেই আমি আপনি আজও সাধারণ, আর সাধারণই থেকে যাব।
লেখাটা যে উদ্দেশ্যে যদি কারও বিষয়টি অজানা থাকে, কষ্ট করে পোষ্টদাতার পোষ্টের মন্ত্যব্যের ঘরে একটি স্বাক্ষর রেখে যাবেন, যার জন্য এ দিনটি শোকাহত তার নামটি তুলে দিব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।