বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশ যে দেশের জনগন তাদের ভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে। তাইতো এই বাংলা ভাষা আর নিজের দেশের মধ্যে আজ আর সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে ১৯২টি রাষ্ট্রে। বাংলাদেশ সরকার বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে ব্যবহার করার জন্য জোর তদবির চালাচ্ছে। আশা করি বাংলাদেশ সরকার সফল হবে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে এটা হলো এই ভাষা দিবস কি আমাদের শোক দিবস নাকি আনন্দ দিবস? কি হিসাবে আমরা এটাকে পালন করব? যেহেতু এই ভাষার জন্য রফিক, সালাম, বরকত, শফিক শহীদ হয়েছে সেই জন্য বলতে পারি এটা শোক দিবস। আবার এই দিনের জন্যই আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি সে হিসাবে এটা আনন্দের। এখন এটাকে আমরা কি দিবস হিসাবে পালন করব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।