আমাদের কথা খুঁজে নিন

   

বিএম বরকতউল্লাহ্‌'র ছড়া

বউটুবান

পালোয়ান ভূত! জঙ্গলে বাস করে পালোয়ান ভূত আছে তার সাতখানা পাগলাটে পুত রাত হলে পুতেরা হানা দেয় গ্রামে সারারাত ইতরামী ভোর হলে থামে। আঁধার রাতে তারা ঘোরে-ফিরে একা ঘর থেকে বেরুলে হবে ঠিক দেখা নাক মুখ চোখ কান বড় অশালীন ভেংচি,থুতু মেরে হঠাত বিলীন। পুতেদের ডেকে ভূত করেছে আদেশ ডরে ভয়ে গেঁয়োদের পাঠাবি বিদেশ নানারূপে রাতভর ঠিকমত জ্বালাবি গ্রামজুড়ে ধুমধাম সন্ত্রাস চালাবি। একটি মানুষ যেন না থাকে সুখে দেখব এসব আমি নিজের চোখে। খুশি হয়ে সাতপুত ত্রাস করে গ্রামে সন্ত্রাসী ভূত দেখে ছোটে ডানে বামে ঘুম নেই সারারাত ভূতে দেয় হানা তাড়াবার ফন্দিটা নেই কারো জানা।

ভয়েতে গুটি-শুটি গেরামের লোক বাঁচবার চাও যদি এনে দাও ভোগ। কেঁদে কেঁদে সবিনয়ে বলে লোকজন চারদিকে সন্ত্রাস বিপদ এখন পালোয়ান হেসে বলে,ভোগ দাও আগে ছাড়ব না বাছাধন এনেছি বাগে। বেঁচে আছে এইভাবে গেরামের লোক হতাশায় ঘরে ঘরে বেড়ে গেছে শোক। ক্ষুধা নিয়ে পেটে ওরা ভূতকে খাওয়ায় ধমকে কাঁপে বুক মুক্তি চাওয়ায়। আমরা মানুষ হব ভূত হবে মানুষে মানবে না এ আদেশ,বলে কোন সাহসে? এই বলে গর্বে নেচে ওঠে পালোয়ান বড় সে মানুষেরও এই তার অভিমান।

কাজ করে মানুষে বসে খাবে ভূত! সইবে না এ নিয়ম ভূঁইয়ার পুত লোকজন জড়ো করে মশাল হাতে হামলে পড়ে সে গভীর রাতে। বেগতিক ভাব দেখে পালোয়ান ভূত ডেকে ডেকে হয়রান,কই গেলি পুত সাত পুত সাত দিকে পালিয়ে বাঁচে ঠ্যালা পেয়ে পালোয়ান ব্যাঙ হয়ে নাচে। সময়-সুযোগ পেলে ভূতেরা জ্বালায় পাবলিক ক্ষেপে গেলে দৌড়ে পালায় আমাদের আশপাশে আছে যত ভূত বসে আছে তার পাশে ভূঁইয়ার পুত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.