আমাদের কথা খুঁজে নিন

   

যারা কুরআন শরীফ নিয়ে মিছিল করতে যায়, তারা কি দ্বীনের আলিম?

আচ্ছা একটু বলে নেই, শাহবাগে আন্দোলন করা যদি স্বাধীনতা হয়, তবে অন্য যে কোন জায়গাতে আন্দোলন করাও স্বাধীনতার পর্যায়ে পড়ে শাহবাগে যারা আন্দোলন করেছে, তাদেরকে পুলিশি নিয়ন্ত্রণ দেওয়া হল। তারাও তো রাস্তা আটকিয়ে আন্দোলন করেছিল। শাহবাগ আন্দোলনকারীদের দাবী অত্যন্ত ন্যায্য। তাই বলে অন্য যে কোন দাবীতে স্বাধীন দেশের নাগরিকদের মুখ বন্ধ করার জন্য স্বাধীনতা অর্জিত হয় নি। তাই, আশা করব, কোন দলীয় সরকারই যেন মানুষের স্বাধীনতা হরণ না করে।

আন্দোলন করা সকলেরই অধিকার। এবার আসি, আজ যারা মিছিল করতে গিয়ে কুরআন শরীফ হাতে নিয়ে রাস্তায় নেমেছিল, তাদের আপনি কি বলবেন? তারা কি দ্বীনের আলিম! তারা কি খুব পরহেযগার! তারা কি দ্বীনের খুব মুহব্বতকারী! যদি এতই মুহব্বত করত, তবে কখনোই তারা কুরআন শরীফ নিয়ে রাস্তায় মিছিলে নামত না। কেননা, মিছিলে হুড়াহুড়ি হতেই পারে। আর এমন জায়গায় কুরআন শরীফের অবমাননা হয়ে যেতেই পারে। তাহলে কি কুরআন শরীফ মসজিদে রেখে রাস্তায় যাওয়া উচিৎ ছিল না? অনেকে তসবীহ হাতে রাস্তায় বের হয়।

কিন্তু কুরআন শরীফ হাতে মিছিলে বের হয় কে? যে লোক এ কাজ করেছে, সে কি ঘর থেকে বের হলেই হাতে কুরআন শরীফ নিয়ে রাখে? যদি না করে, তবে এটা নিশ্চিত ভন্ডামী। ধর্মকে নিয়ে ভন্ডামী। যদি মিছিলে কুরআন শরীফের সামান্যতম অবমাননাও করা হয়, তবে সেই লোক যে কুরআন শরীফ নিয়ে মিছিলে নেমেছিল, মূলত সেই ভন্ড লোকটি অবমাননার জন্য প্রথম শাস্তিযোগ্য হবে http://www.shobujbanglablog.net/39982.html ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।