আ মা র আ মি
কি যেন আমারে পেচিয়ে ধরে,
কি যেন অক্টোপাসের মত,
অক্টোপাস না, সে অন্য কিছু।
অক্টোপাসের মত তার জড়ানোর শুর নাই।
তবে নানা রংয়ের অনুভুতিতে অন্ধ করে দিতে পারে নিমিষে
একেবারে ঠিক অক্টোপাসের মতই।
আর জড়াতে পারে
চোখের সম্মোহনে,
সে চোখ, সে সম্মোহন শুধু তারই।
আমি অলস দিন কাটাই, আলসেমীতে জড়াই।
প্রতিদিন হেরে যাই,
সময় উড়াই।
_____________________________________________
ছবি: সোহরাওয়ার্দী উদ্যান থেকে নেয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।