ভালো্বাসা উড়ে গেছে
উত্ত্ররীয় হাওয়ায় হাওয়ায়,
ভালোবাসা মিশে গেছে
সিগারেটের ধোঁয়ায় ধোঁয়ায়।
নতজানু প্রার্থনা পারেনি ফেরাতে তাকে।
ভালবাসা মিশে গেছে
জোনাকির আলোয় আলোয়,
ঘর বেধেঁছে
বাড়ন্ত জোছনায়।
কোন অধিকার মানেনি সে হারাতে হারাতে।
ভালো্বাসা ছড়ি্যে গেছে
বাস, ট্রাম-স্টপে
উন্মাতাল প্রেমিক প্রেমিকার উন্মাদনায়,
তলিয়ে গেছে
মন থেকে শরীরে
কিংবা
শরীর থেকে মনে।
তবু কেমন জানি
দিকভ্রান্ত মনে হয়,
কেমন যেন বেখেয়ালি,
উন্নাসিক।
কে জানে হয়ত
এ আমার দেখা রূপ-
যাপিত জীবনের রঙে আঁকা
বিন্দু বিসর্গহীন অবচেতন আত্মসমর্পণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।