http://www.myspace.com/423882880/music/songs/31785002
চেনা অচেনা চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়ানো হয়না অনেকদিন,
শব্দধূলী গায়ে মেখে শহর চষে হয়নি বেতাল বেড়ানো!
থিয়েটারের বোকা স্পটলাইটের সাথে দূরবর্তী সখ্যতা
আর দর্শনার্থীর ফাঁকা চেয়ারগুলো হা হা শূণ্যঘরে ভীষণ কাতর।
নট-নটীর মুখোশহীন বাগাড়ম্বরে, কল্পবিলাসী আলোছায়ায়
বেইলিরোডে একদিন নেমে এসেছিল মাতাল চাঁদ, নিয়নের অবসাদ!
নির্জন-নিরন্তর পথচলায়
প্রহরী নিজের তীর্যক ছায়া,
অথচ দুজনকে ঘিরে পরস্পর মলিন হয়েছে মায়া!
এই অদ্ভুত-অস্থির-অস্তিত্ব নিয়ে আমি কি ছূঁতে পেরেছি অভিমান?
নির্ঘুম অভিযান?
তুমি জানো? আমি জানি না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।