ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। মুসাফিরের ধূলোমাখা ব্লগ
ইদানীং ফ্লাসমবঃ
ক্রিকেটপ্রেম,ক্রিকেট উন্মাদনা অবশ্যই ভালো। এটা এ দেশের মানুষের বিশাল আবেগের ,ভালোবাসার জায়গা জুড়ে আছে। বিশেষকের, দেশের নানারকমের অস্থির পরিবেশের মাঝে একেবারে নিরানন্দময় জীবনে কোনো একটা উপলক্ষ নিয়ে মুখরিত হয়ে ওঠা মেঘের দুপুরে উল্লাসে ভেসে যাওয়ার মতো। দেশের মানুষকে এজন্য বিনম্র শ্রদ্ধা।
কিন্তু একটা জিনিসকে যখন ভুলভাবে উপস্থাপন করা হয় তখনই খুব খারাপ লাগে। ফ্লাস মব জিনিসটা কি?
A flash mob (or flashmob) is a group of people who assemble suddenly in a public place, perform an unusual and seemingly pointless act for a brief time- এটাই হলো ফ্লাস মব।
নিউইয়র্কে যে জিনিসটি বেশ কয়েকবার আমার চোখের সামনেই ঘটেছে।
তখন আমি ম্যানহাটানের এক গিফট শপে কামলা খাটতাম । ম্যানহাটান হলো সারা দুনিয়ার ট্যুরিস্টদের ক্যাফেটেরিয়া।
দিনরাত ২৪ ঘন্টা আনন্দের গতি নিয়ে ম্যানহাটান মুখর হয়ে থাকে।
তো একদিন কাজ করছি। স্টোরের ভিতর "স্যাটারডে নাইট ফিভার" ম্যুভিটির গান বাজছে। জন ট্রাভলটার এক অসাধারণ ম্যুভি। যেটাকে হলিউডের জাতীয় ম্যুভি বলা হয়।
ম্যুভিটি না দেখলে যারা ম্যুভি প্রেমিক তারা বিশাল একটা জিনিস মিস করেছেন।
এমন সময় আয়ারল্যান্ড থেকে আসা এক দল ছাত্র-ছাত্রী স্টোরের ভিতর ঢুকলো। আর স্যাটার ডে নাইট ফিভার.....নাইট ফিভার- গানের সাথে শুরু করলো হঠাৎ করেই নাচ। ওদের দেখে আশে পাশের যারা ছিলো তারাও তাল মিলাতে লাগলো। পথচারীরা ছবি তোলা শুরু করলো।
দোকানের কোরিয়ান মালিক খুশী হয়ে সবাইকে ছোট ছোট গিফট দিলেন।
আমার তখন সব বিষয়ে কৌতুহল। দোকানের মালিককে বললাম-এই জিনিসটা কি ?
উনি বললেন- ফ্লাসমবের নাম শুনোনি। যাক, আজকে শোনার আগেই দেখে ফেললে।
আর ফ্লাস মবের নামে আমরা যেটা করছি,আগে থেকেই প্রস্তুতি নিয়ে ,কোথায় শ্যুট হবে জায়গা ঠিক করে, একেবারে সব রকমের পূর্ব প্রস্তুতি সহ ডাইরেক্টর,ক্যামেরা, পারফর্মার সবাই মিলে -তা ফ্লাস মব না।
এটা হলো প্রিপেয়ার্ড মব। অস্থির আবেগি জনগণ, অস্থির এদের কার্যকলাপ। কয়েকদিন থেকেই এটার দেশজুড়ে দামাকা চলছে। আর মানুষ খামাকা এর পিছু ছুটছে।
আচ্ছা, তারপরও ভালো।
হরতাল, অবরোধ, ভাংগচূরের বদলে অন্তত একটা কিছু নিয়ে দেশের মানুষ সুখে থাকুক। ভালো থাকুক।
শুধুমাত্র ফ্লাস মব জিনিসটা বুঝাবার জন্যই লিখলাম। টাইগাররা টাইগার হয়েই ক্রিকেট দুনিয়া রাজত্ব করো। সুখে থাকো প্রিয় জন্মভূমি বাংলাদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।