এতকিছু ... ওই সিনেমার জন্যই...
সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত ছবিটির মাধ্যমে অভিষেক ঘটে মৌসুমী’র। মুল নাম ফাইজা আবিহা। সময়টা নব্বই দশকের শুরুতে। প্রথম দিকে সালমান শাহ এর সাথে একের পর এক হিট ছবি (অন্তরে অন্তরে, দেনমোহর ইত্যাদি ) উপহার দিলেও পরে সালমান শাহ শাবনুরের সাথে এবং মৌসুমী ওমর সানীর সাথে জুটি বাঁধে। কিন্ত গত দেড়যুগ ধরে মৌসুমী ধরে রেখেছেন তার মৌসুম।
তার সমসাময়িক নায়িকা শাবনুর মুটিয়ে পোক্ত হয়ে গেছেন অনেক আগেই। আর ওমর সানীর দিকে তো তাকানোই যায়না। ব্যবসা করছেন এখন, ছবি প্রযোজনাও করছেন (মহম্মদ মোস্তফা কামাল রাজ এর প্রজাপতি)।
নায়িকা মৌসুমী যে বছর উদ্ভব হন সেই একই বছর বাংলাদেশের বাজারে দুই টাকার নোটের সর্বপ্রথম প্রচলন হয়। দীর্ঘ দেড় যুগের ঘষামাজায় দুই টাকার কোন নোটকেই এখন আর চেনা যায়না।
ছেঁড়া, ফাটা, টেপ লাগানো, এক নোটের অংশ অন্য নোটের সাথে। সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। অথচ মৌসুমী থেকে এখনো চোখ সরানো যায়না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।