আমাদের কথা খুঁজে নিন

   

নায়িকা আর রেলগাড়ি

লিখে খাই, সবার ভাল চাই

নায়িকা আর রেলগাড়ি শামীমুল হক এক লোক সিনেমা দেখতে হলে গেছেন। সুন্দর কাহিনী। মনযোগ সহ ছবির বিষয়বস্তু আয়ত্ত্ব করছেন। এক পর্যায়ে এসে দেখলেন-ছবির নায়িকা নদীতে গোসল করতে গেছেন। নদীর পাশ দিয়ে চলে গেছে আকা বাকা রেল লাইন।

নদীর পানিতে সাতার কাটছেন নায়িকা। ডুব দিচ্ছেন। গোসল শেষে তিনি নদীর পাড়ে এসে ভেজা কাপড় বদলানো শুরু করলেন। যেই মাত্র শরীর থেকে ব্লাউজ খুলতে যাবেন- তখনই একটি রেলগাড়ি এসে নায়িকাকে আড়াল করে ঝিক ঝিক শব্দ করে চলে যায়। বেচারা মনে মনে কষ্ট পেলেন।

নায়িকার খোলামেলা শরীর দেখা হলো না। এ চিন্তা করতে করতেই ছবির কাহিনী শেষ। দর্শক সবাই বেরিয়ে যান হল থেকে। ওই লোকও বেরিয়ে যান। কিন্তু তার রাতে ঘুম হয় না।

আফসোস রয়েই গেছে। রাতেই নিয়ত করলেন, কালই আবার ছবি দেখতে যাবেন। আজ রেল গাড়ি এসেছে। কালতো আর রেল গাড়ি আসবেনা। নায়িকার খোলামেলা শরীরটা দেখতে পারবো ভাল করে।

পরদিন ঠিক সময়ে গিয়ে আবার হলে হাজির। আবার সেই জায়গায় –নায়িকা গোসল করছেন। ভেজা কাপড় নিয়ে নদী তীরে এসে বদলানো শুরু করতেই আবার সেই রেল গাড়ি। নাহ রেল গাড়িটা একটু পরে আসলেইতো পারত। হায়রে, ভাগ্য আমার।

কেন যে রেল গাড়িটা ওই সময়ে আসে। একদিন, দু’দিন এভাবে গোটা সপ্তাহই লোকটি সিনেমাটি দেখেছেন। একটি মাত্র লোভ- নায়িকার খোলামেলা শরীর দেখা। রেলগাড়ির জন্য তা আর হলো না। ওই লোকের মতোই বাংলাদেশের অবস্থা।

কত আশা দেশবাসীর মনে। সুন্দর দেশ হবে। খুন, রাহাজানি কিছুই থাকবেন। কারও মায়ের বুক আর খালি হবেনা। হরতাল, ভাঙচুর আর হবে না।

কিন্তু সেই রেল গাড়ির মতো মোক্ষম সময়ে এসে সবকিছু এলোমেলো হয়ে যায়। কিছুই আর হয়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।