skype :: hasib.zaman
অনামিকা,
তুমি তো ভালো করেই জানো যে
তুমি আমাদের ক্লাসের একমাত্র নায়িকা।
তাইতো এই সাত সকালে
প্রতিদিন সেজেগুজে তোমাকে আসতে হয়।
এমন জায়গায় বসতে হয়
যেখান থেকে প্রতিটি ছেলের চোখে পরা যায়।
যখন স্যারের রসকষহীন আলোচনায় ত্যক্ত-বিরক্ত হয়ে
ছেলেরা ঘুমিয়ে পরতে চায়,
তুমি তখন তোমার দীঘল কালো চুল সরিয়ে তাদের জাগিয়ে দাও।
কখনোবা ঝুঁকে পরে ব্যাগ থেকে কিছু বের কর অথবা ভান কর
অথবা কলম চেয়ে একটু হাতের ছোঁয়া লাগিয়ে দাও।
এভাবে তুমি প্রতিনিয়ত আমাদের সতেজ কর।
আমরা তো তোমার কাছে কৃতজ্ঞ বটেই
কিন্তু বেশী কৃতজ্ঞ মনে হয় স্যারেরা,
যাদের ক্লাসে ঘুমাতে কোন বালিশ ও লাগে না।
তোমার পিছনের বেঞ্চটা সবসময় আগে আগে ভরে যায়
ছেলেরা ভাবে –
এই বুঝি লেগে যায় কিংবা কিছু দেখা যায়।
তবে এখনো তোমাকে কারো সাথে ঘুরতে দেখিনি।
তুমি হয়ত কারো একার হতে চাও না,
হতে চাও সবার,
মানে দ্রৌপদী।
দুষ্ট বালকরা এখানে গান শুনে আসুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।