আমাদের কথা খুঁজে নিন

   

শাকিবের নায়িকা অপুই

আবারও শাকিব-অপু জুটিবদ্ধ হলেন। অর্থাৎ শাকিবের নায়িকা মানেই অপু। এ জুটিকে নিয়ে এবার নির্মাণ হচ্ছে চলচ্চিত্র 'রাজা হ্যান্ডসাম'। অপু বিশ্বাস বলেন, 'রাজা হ্যান্ডসাম' নাম শুনেই বোঝা যায় এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। রোমান্টিক কমেডি ধাঁচে ছবির গল্প গড়ে উঠেছে।

সেই সঙ্গে অ্যাকশনও রয়েছে। এর শুটিং শুরু হবে এ মাস থেকেই। এদিকে অপু বর্তমানে শুটিং করছেন 'শোধ' ছবির। ওয়াকিল আহমেদের পরিচালনায় এ ছবিতেও তার নায়ক যথারীতি শাকিব খান। এ নায়কের সঙ্গে জুটি হয়ে অপুর আরেকটি ছবি 'মনের মতো মানুষ পাইলাম না'।

এ ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। এ ছাড়াও শাকিব-অপু জুটি ডিসেম্বরে 'সালাম মালয়েশিয়া'র কাজ শুরু করবেন। এ ছবিটি পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর। তার পরেই শাকিব খানের প্রযোজনার ছবিতে দুজনের অভিনয়। শাকিব খান প্রযোজিত নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন।

অপু বিশ্বাস এ পর্যন্ত ৬৪টি চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে অর্ধশত চলচ্চিত্রের নায়ক শাকিব খান এবং ৪৪টি সুপার হিট। চলচ্চিত্র নির্মাতা ও দর্শকের মতে, এতেই প্রমাণ হয় শাকিব খানের নায়িকা মানেই অপু বিশ্বাস।

২০০০ সালের শুরুতে আমজাদ হোসেন পরিচালিত 'কাল সকালে' চলচ্চিত্রে সহ-নায়িকা হিসেবে অপু বিশ্বাসের চিত্রজগতে আগমন। এরপর নায়িকা হিসেবে কয়েকটি চলচ্চিত্রে কাজ করলেও তার কোনো পরিচিতি ছিল না।

২০০৭ সালে এফআই মানিক নির্মাণ করলেন শাকিব খান-অপু বিশ্বাসকে জুটি করে 'কোটি টাকার কাবিন'। এটি সুপার ডুপার হিট হয়। এরপর এই নির্মাতা এ জুটিকে নিয়ে নির্মাণ করেন 'পিতার আসন', 'চাচ্চু','দাদীমা' ও 'মায়ের হাতে বেহেশতের চাবি'। প্রতিটি সুপার হিট। এতে অন্য নির্মাতারাও তাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।

তাদের অভিনীত চলচ্চিত্রগুলো ব্যবসাসফল হওয়ায় চলচ্চিত্র শিল্পের দুর্দিন কাটতে শুরু করে। শুরু হয় ঢালিউডে শাকিব-অপু জুটির অপ্রতিরোধ্য যাত্রা। শাকিব খান চলচ্চিত্রে আসেন ১৯৯৬ সালে সোহানূর রহমান সোহানের 'অনন্ত ভালোবাসা' চলচ্চিত্রটি দিয়ে। এ ছবির নায়িকা ছিলেন ইরিন। এরপর আরও অনেক নায়িকার সঙ্গে কাজ করেন তিনি।

কিন্তু অপুর সঙ্গে জুটি বেঁধেই শীর্ষ নায়ক হন শাকিব। অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, 'শাকিব খানের সহযোগিতা না পেলে আমি কখনোই অভিনেত্রী অপু বিশ্বাস হতে পারতাম না। আমার জনপ্রিয়তার পেছনে সব কৃতিত্বই শাকিবের। আমি তার কাছে কৃতজ্ঞ। ' ২০১১ সালের শেষ দিকে শাকিব আবার অন্য নায়িকাদের সঙ্গে জুটি গড়তে শুরু করেন।

কিন্তু সেগুলো তেমনভাবে সফল হয়নি। বদিউল আলম খোকনের 'মাই নেম ইজ খান' ঈদে মুক্তি পেয়ে সুপারহিট ব্যবসা করে। এতে আবারও প্রমাণ হয় শাকিবের নায়িকা মানেই অপু। ফলে দুজনকে জুটি করে আবারও চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হয়। তাদের নতুন চলচ্চিত্রগুলো হলো- এফআই মানিকের 'দুই পৃথিবী', মনতাজুর রহমান আকবরের 'মাই ডার্লিং' এবং নজরুল ইসলাম খানের 'মনের ঠিকানা'।

সাফল্যের রঙিন পথ ধরে এখনো অনবরত হেঁটে চলেছেন ঢালিউডের সবচেয়ে সফল জুটি শাকিব খান-অপু বিশ্বাস।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।