আমাদের কথা খুঁজে নিন

   

শীতের বাসা[রাশিয়ান রূপকথা]



এক ছিল বুড়ো আর বুড়ী। তাদের একটা ষাড়, একটা ভেড়া, একটা হাঁস,একটা মোরগ আর একটা শুয়োর। বুড়ো একদিন বুড়ীকে বলল: 'মোরগ পুষে কী আর লাভ হবে,বৌ? তার চেয়ে একটা পরবের দিন দেখে দিই জবাই করে!' বুড়ী বলল, ভাল কথা, তাই করা যাক। ' মোরগ কিন্তু শুনতে পেয়েছিল। তাই রাত হতেই মোরগ পালিয়ে গেল বনে।

পরদিন সকালে বুড়ো আঁতিপাঁতি করে সব খুঁজল। মোরগের চিহ্নও নেই। সন্ধ্যাবেলা বুড়ো বুড়ীকে আবার বলল: 'দেখ বৌ, মোরগ তো পেলুম না : শুয়োরটাই মারি! বুড়ী বলল, 'তা শুয়োরটাই মার। ' শুয়োর শুনতে পেয়েছিল। তাই রাত হতেই পালিয়ে গেল বনে।

পরদিন সকালে বুড়ো আঁতিপাঁতি করে সব খুঁজল। শুয়োরের চিহ্নও নেই। বলল,'ভেড়াটাকেই কাটতে হবে দেখছি!' 'তাই কাট!' ভেড়া সব শুনে হাঁসকে বলল: 'চল্ আমরা দুজনেই বনে পালাই। নয়ত তোকেও কাটবে, আমাকেও কাটবে। ভেড়া আর হাঁস দুজনেই চলে গেল বনে।

বুড়ো উঠোনে এসে দেখে ভেড়াও নেই হাঁসও নেই বুড়ো আঁতিপাঁতি করে সব খুঁজল। কোথাও পেলো না। [please forgive for incomplete story still working on it]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।