নিহত রত্না খাতুন (২৩) উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের আলোকদিয়া গ্রামের সবুর সরকারের মেয়ে।
কামারখন্দ থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কামারখন্দের দৌলতপুর ইউনিয়নের রসুলপুর উত্তরপাড়ায় শ্বশুর বাড়ি থেকে রত্নার লাশ উদ্ধার করা হয়।
রত্না আত্মহত্যা করেছে বলে শ্বশুর বাড়ির পক্ষ থেকে দাবি করা হলেও সূরতহাল প্রতিবেদনে তেমন আলামত পাওয়া যায়নি বলে জানান তিনি।
ওসি আমিনুল বলেন, শ্বাসরোধ করে রত্নাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আট বছর আগে রসুলপুর উত্তরপাড়ার মজিবর রহমানের ছেলে মোকলেছুর রহমান সোহাগের সঙ্গে রত্নার বিয়ে হয়।
রনক নামে তাদের সাত বছরের একটি ছেলে রয়েছে।
স্ত্রীকে নিজ বাড়িতে রেখে ডিপ্লোমা প্রকৌশলী সোহাগ কুমিল্লায় গ্রামীণফোন টাওয়ারে চাকরি করেন।
যৌতুক দাবিতে শ্বশুর-শাশুড়ি ও ননদ প্রায়ই রত্নাকে নির্যাতন করতো বলে তার বাবা সবুর সরকার অভিযোগ করেন।
তিনি বলেন, শ্বশুর বাড়ির লোকজন রত্নাকে শ্বাসরোধে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।