দৌড়ের উপ্রে থাকলে এইখানে বইসা একটু জিরান, হাসেন।
আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশে আসছেন শাহরুখ খান। শাহরুখের পাশাপাশি বাংলাদেশে আসছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি, দিয়া মির্জা, বলিউড অভিনেতা অর্জুন রামপাল, নৃত্য পরিচালক গণেশ হেজ, সঙ্গীতশিল্পী নিরাজ শ্রীধরসহ ৪৮ সদস্যের নৃত্যদল। এ তালিকায় পরে যোগ হবে আরো কিছু চমক। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজের আয়োজনে ঢাকায় আসছেন বলিউডের এই সুপার কিং। আগামী ১০ ডিসেম্বর শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘কিং খান লাইভ ইন ঢাকা’।
‘কিং খান লাইভ ইন ঢাকা’ উপলক্ষে আগামী ৬ ডিসেম্বর শাহরুখ খানের ম্যানেজমেন্ট ও প্রোডাকশন টিম আসবেন। এর এক দিন পর চার্টার্ড বিমানে চড়ে সঙ্গীত ও ৪৮ জনের নৃত্যদল ঢাকায় এসে পৌঁছবেন।
টিকিটের মূল্য রাখা হয়েছে ৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা[
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের পক্ষ থেকে শাহরুখ খানকে সম্মাননা দেয়া হবে।
তথ্যসূত্র:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।