আমাদের কথা খুঁজে নিন

   

ইংল্যান্ড, স্পেন ও উরুগুয়ের জয়

দুইবার পিছিয়ে পড়েও স্টকল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ইংল্যান্ড।
ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজিত এ ম্যাচের ৭০ মিনিটে ইংল্যান্ডের পক্ষে জয়সূচক গোলটি করেন অভিষিক্ত রিকি লামবার্ট।
এর আগে জেমস মরিসন আর কেনি মিলার গোল করে স্কটিশদের দু'বার এগিয়ে নিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডকে সমতায় ফেরান থিও ওয়ালকট আর ড্যানি ওয়েলব্যাক।
স্পেন ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক ইকুয়েডরকে।

গোলদু'টি করেন ম্যানচেস্টার সিটিতে নতুন আসা আলভেরো নেগ্রেদো আর আর্সেনাল মিডফিল্ডার সান্তি কাথরলা।
ভিনসেন্ত দেল বস্কের দল খেলতে নামে খ্যাতনামা অনেক তারকা ছাড়াই। কিন্তু গুইয়াকিলের উচ্চতা বাধা হয়ে দাড়াতে পারেনি বিশ্ব ও ইউরোপীয় চ্যম্পিয়নদের সামনে।
দিয়াগো ফোরলান আর লুইস সুয়ারেজের নৈপুণ্যে জাপানকে ৪-২ গোলে হারিয়েছে উরুগুয়ে।
প্রথমার্ধেই দুই গোল করে দক্ষিণ আমেরিকার দলটিকে এগিয়ে দেন ফোরলান।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ব্যবধান আরও বাড়ান লিভারপুলে থাকা বা না থাকা নিয়ে আলোচনায় থাকা সুয়ারেজ।
জাপানের শিনজি কাগাওয়া ব্যবধান কমালেও ৫৮ মিনিটে গোল করে উরুগুয়ের জয় নিশ্চিত করেন আলভারো গনসালেস। পরে ফ্রিকিক থেকে গোল করে হারের ব্যবধান কমান কিসুকে হোন্ডা।
ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মূহুর্তের গোলে নেদার‌ল্যান্ডসের সঙ্গে হার এড়িয়েছে পর্তুগাল। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা।


রোমায় সম্প্রতি যোগ দেয়া কেভিন স্টুটম্যানের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস।
নিজেদের মাটিতে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ের কাছে হারতে বসেছিল জার্মানি। দুই বার পিছিয়ে পড়েও ম্যাচটি ৩-৩ গোলে ড্র করতে সক্ষম হয় ইউয়াখিম লোর দল।
প্রথমার্ধের ১৫ মিনিটের মধ্যেই হোসে নুইনেস ও উইলসন পিত্তোনি এগিয়ে দেন প্যারাগুয়েকে। কিন্তু পরের ১৫ মিনিটের মধ্যেই গোলদুটো শোধ করেন  ইকায় গুনডগান আর টমাস মুলার।


দ্বিতীয়ার্ধে মিগুয়েল সামুদিও আবার এগিয়ে দেন প্যারাগুয়েকে। ম্যাচের ৭৫ মিনিটে লার্স বেনডার্সের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার এদিন জেকোর জোড়া গোলেও জিততে পারেনি বসনিয়া। রাজধানী সারায়াভোতে তারা ৪-৩ গোলে হেরেছে সম্প্রতি কনকাকাফ কাপ জেতা যুক্তরাষ্ট্রের কাছে।
প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে ছিল যুক্তরাষ্ট্র।

কিন্তু দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে মার্কিনিদের অসাধারণ এক জয় উপহার দেন জোজি আলটিডোর। দলের প্রথম গোলেও অবদান রাখেন সান্দারল্যান্ডের এই স্ট্রাইকার।
হ্যাটট্রিক করেছেন সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচও। তার এই নৈপুণ্যে নরওয়েকে ৪-২ গোলে হারিয়েছে সুইডেন। সুইডেনের হয়ে অপর গোলটি করেন ৩৭ বছর বয়সী আদ্রেস স্টিভেনসন।


ব্রাসেলসে গোলশূন্য ড্র হয়েছে বেলজিয়াম ও ফ্রান্সের ম্যাচটি।
বুধবারের অন্যান্য আন্তর্জাতিক ম্যাচের ফল:
দক্ষিণ কোরিয়া ০-০ পেরু
কাজাখস্তান ১-০ জর্জিয়া
বেলারুশ ১-১ মন্টেনেগ্রো
আজারবাইজান ৩-০ মাল্টা
এস্তোনিয়া ১-১ লাতভিয়া
ফিনল্যান্ড ২-০ স্লোভেনিয়া
চিলি ৬-০ ইরাক
মলদোভা ১-১ অ্যান্ডোরা
লুক্সেমবুর্গ ২-১ লিথুয়ানিয়া
কলম্বিয়া ১-০ সার্বিয়া
রোমানিয়া ১-১ স্লোভাকিয়া
তুরস্ক ২-২ ঘানা
ইউক্রেন ২-০ ইসরায়েল
ক্রোয়েশিয়া ৩-২ লিস্টেনস্টাইন
নাইজেরিয়া ২-০ সাউথ আফ্রিকা
গ্রিস ২-০ অস্ট্রিয়া
হাঙ্গেরি ১-১ চেক রিপাবলিক
আলবেনিয়া ২-০ আর্মেনিয়া
মেসিডোনিয়া ২-০ বুলগেরিয়া
পোল্যান্ড ৩-২ ডেনমার্ক
আইসল্যান্ড ১-০ ফারো আইল্যান্ডস
ওয়েলস ০-০ আয়ারল্যান্ড
তাজিকিস্তান ৩-০ ভারত
ইন্দোনেশিয়া ২-০ ফিলিপাইন
ভেনেজুয়েলা ২-২ বলিভিয়া
মেক্সিকো ৪-১ আইভরি কোস্ট

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।