আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটারে ফোল্ডার হাইড করুন সবচেয়ে সহজ উপায়ে



থার্ড পার্টি কোন সফটওয়্যার ছাড়া ফোল্ডার/ফাইল হাইড এবং লক করার অনেক পদ্ধতি আছে। আমি যে কয়েকটা জানি তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধিতটা আজকে আপনাদের ব্যাখ্যা করব আশা করি ভাল লাগবে। ধরেন আপনি আপনার D ড্রাইভের abc নামের একটি ফোল্ডারকে হাইড করবেন তাহলে যা করতে হবে তা হলঃ আপনি আপনার কম্পিঊটারের কমান্ড প্রমপট অন করুন [start মেনু থেকে/ windows key+r (রান-এ) গিয়ে cmd লিখে এন্টার চাপুন] উইন্ডোজ সেভেন, ভিস্তা ব্যবহারকারীরা স্টার্ট-এ গিয়ে cmd লিখে সার্চ দিলেও হবে। যে নতুন উইন্ডো আসবে সেখানে এখন আপনি লিখুন “attrib +s +h d:\abc” (কোটেশন ছাড়া লিখবেন) ব্যস আপনার ঐ ফোল্ডারটি হাইড হয়ে যাবে এখন ঐ ফোল্ডারটি আবার পুনরায় ফেরত আনতে চাইলে কমান্ড প্রমপট-এ লিখুন “attrib –s –h d:\abc” (কোটেশন ছাড়া লিখবেন)। কেঊ যদি ফোল্ডার অপসন থেকে show hidden file সেটিংস ইউজ ও করে তাও এই ফোল্ডারটি দেখা যাবে না। এই পদ্ধতিতে আপনি চাইলে কোন ফাইলও হাইড করতে পারবেন যেমন- abc নামক একটি ডকুমেন্ট ফাইলকে হাইড করার পদ্ধতি হবে এরকম- “attrib +s +h d:\abc.doc” (কোটেশন ছাড়া লিখবেন) আর ফাইলটি ফিরিয়ে আনার পদ্ধতি ঠিক ঐ আগের মতন ই শুধু “attrib -s -h d:\abc.doc” (কোটেশন ছাড়া লিখবেন) লিখে এন্টার করবেন ব্যস কাজ শেষ। এই পদ্ধতির সীমাবদ্ধতাঃ এই পদ্ধতিতে আপনাকে ঐ ফাইল/ফোল্ডারটির নাম মনে রাখতে হবে অথবা কোথাও লিখে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.