আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে দু'গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

সিরাজগঞ্জে রিক্সা উঠাকে কেন্দ্র করে দু'গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অনন্ত ৩০জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশকয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৪ মহিলাকে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার যমুনা নদীর ঘাটে রিক্সা চড়াকে কেন্দ্র করে গয়লা গ্রামের ইস্রাফিল ও একডালা গ্রামের শামীমের মধ্যে বাকবিতন্ডা নিয়ে দু’গ্রামের মধ্যে সংঘর্ষ হয়।

বিষয়টি মিমাংসার জন্য আজ বৃহম্পতিবার সকালে ভুইয়াবাড়ী ওয়াপধার কাছে শালিসী বৈঠক বসে। শালিস বৈঠক চলাকালে একডালার কয়েকজন যুবক গয়লা এলাকায় হামলা চালায়। এতে শালিস বৈঠক পন্ড হয়ে যায়। একপর্যায়ে উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

সংঘর্ষ চলাকালে ৬/৭টি বসতবাড়ী ভাংচুর ও লুটপাট করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক বাংলাদেশ প্রতিদিনকে জানান, লাঠিচার্জ ও প্রায় ১৫ রাউন্ড রাবার বুলেট-টিয়ারশেল নিক্ষে করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এসব এলাকার মহিলারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। যে কারণে ৪ মহিলাকে আটক করা হয়েছে।  



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.