আমি একজন সৎ নাগরিক
আজকের শিশু আগামী দিনের জাতির কর্ণধার। শিশুদের পরিপুর্ণ মানসিক ও দৈহিক বিকাশ ই পারে তাদেরকে ভবিষ্যতের যথার্থ নাগরিক রূপে গড়ে তুলতে। কিন্তু সাম্প্রতিক সময়ে শিশুর উপর অতিরিক্ত চাপের ফলে তাদের বিকাশ অনেকাংশে বাধাগ্রস্ত হচ্ছে। সব শিশু সমান মেধা নিয়ে জন্মায় না। কিন্তু আজকের অভিভাকরা তাদের সন্তান কে যেন আজন্ম মেধাবী দেখতে চায়।
আর এ নিয়ে তাদের মাঝে চলছে এক অপরিসীম প্রতিযোগিতা। অভিভাকরা তাদের সন্তান দের উপর বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে , তা বহনের ক্ষমতা সন্তান এর থাকুক বা না থাকুক । ফলে শিশুরা পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। সহ শিক্ষা কার্যক্রম এর অভাব থাকায় শিশুরা বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধার প্রকৃত পরিচয় দিতে পারছে না বরং এগিয়ে চলেছে বিপথে। এ প্রসঙ্গে প্রমথ চৌধুরীর একটি কথা উল্লেখ করা যায়,''একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মনপ্রাণ সজীব,সতেজ ও সরাগ হয়ে ওঠে।
'' তাই আজকের শিশুদের আগামীর স্বপ্ন বাস্তবায়নের কারিগর রূপে গরে তুলতে হলে তাদেরকে আনন্দের মাধ্যমে শিক্ষাদানের কোন বিকল্প নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।