http://nishomerbanglablog.blogspot.com/
………….. সকালে পিসিতে অভ্র’র নতুন ভার্সন ডাউনলোড করতে দিয়ে গেলাম একটু টিভি দেখতে। অনেকদিন হইছে টিভি দেখিনা। তো চ্যানেল উল্টাইতেসি, চোখে পরলো বৈশাখী টিভি’র এক নাটকের ট্রেইলারের উপর। নাটকের নাম “সম্পর্ক”।
Click This Link
নাটকের কাহিনী পরে বলছি, ট্রেইলারে কি দেখলাম আগে তা বলি।
হিন্দী সিরিয়ালের অবিকল নকল। সেই কথায় কথায় বজ্রপাত, একই ব্যাক্তির চেহারার উপর ডাইন-বাম, উপর-নীচ থেকে ফোকাস করা আর ভিলেনের মনে মনে কথা বলা! এতো জোরে জোরে মনে মনে কথা বলে যে আশে-পাশের মানুষ তা শুনে ফেলে !
নাটকে ১মহিলা কে দেখলাম শাড়ি পরেছে, খুব ভালো কথা! ব্লাউজের দিকে ক্যামেরা তাক করার পর ............... আজকালকার ফ্যাশন হলো হাতা-কাটা ব্লাউজ! কিন্তু এই মহিলার ব্লাউজে তো হাতাই নেই! ব্যাক ওপেন! আর ওভার মেইক-আপ তো আছেই, এভাবেই নাকি তারা ঘরের ভেতর চলাফেরা করে!
কাহিনী এইবার বলি! পাঠক একটু নড়ে-চড়ে বসেন। কাহিনী হলো খুব দুঃখের, আমাদের জন্য। মোটামুটি লজ্জাজনক। মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে।
নাটক তো দেখিনি, ট্রেইলারে শুনলাম “ রাজাকারের ফ্যামিলির সাথে সম্পর্ক!!” ......... “ একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে রাজাকারের পরিবারের......”
এগুলা আসলে কি হচ্ছে? মুক্তিযুদ্ধ কি এত্তো সস্তা জিনিস ? এটা কি ঝালমুড়ি বানাণোর উপাদান যে হাতাছাড়া ব্লাউজ, রগরগে কিছু মেয়ে, কিছু বজ্রপাত আর মুক্তিযুদ্ধ এক পাত্রে ঢেলে দিলাম, ঝাকালাম আর সুস্বাদু ঝাল্মুড়ি হয়ে গেলো? কয়দিন পর তো বাচ্চারা মুক্তিযুদ্ধ নিয়ে হাসাহাসি করবে, যেনো কৌতুক অনুষ্ঠান! আর তাদের হাসানোর দায়ীত্ব তথা ভাড়ের চাকরী নিবো আমরা। কোথায় কোন লোক স্বাধীনতার ঘোষক কাকে বললো তা নিয়ে কোর্টে গড়াগড়ি খায়, আর এইখানে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাবসা খুলে রেখেছে, তা চোখে পরেনা?
আমার লিখা শেষ। আমার দায়ীত্ব এইটুকুই। সর্বোচ্চ যা করতে পারি আপনাদের জানানো আর বাসায় যাতে কেউ এই নাটক না দেখে সেই ব্যাবস্থা নেয়া। আর কি করার আছে আমার? কিন্তু যাদের হাতে ক্ষমতা আছে, তারা তো অনেক কিছুই করতে পারেন! হিমু,বাকের ভাই কে নিয়ে ফাউল নাটক বানাইলে ১ কোটি টাকার মামলা হয়, এইটা নিয়ে ১০টাকার মামলাও তো হয়না।
কেনো ? বক্ষ আর পিঠ দেখায় বলে? পাকিস্তানীরাও দেখেছিলো, আমাদের মা-বোনদের। তারা মজা নিয়েছিলো এবার এখনকার দোসর রা নিবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।