টুকলিফাই মারাই আমাদের কাজ, চুরা ছেঁচা দেয়াই আমাদের লক্ষ্য।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর নির্বাচনী এলাকায় নৌকা বাইচকে কেন্দ্র করে এখন উত্তপ্ত। গতকাল উত্তেজিত জনতা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রকে ঘেরাও করে বিভিন্ন শ্লোগান দেয়। পরে পুলিশ ও র্যা ব পরিস্থিতি আয়ত্বে আনে।
গত শুক্রবার হুরা সাগর নদীতে শহীদ আব্দুল খালেক (স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাই), নাজিমউদ্দিন ও জয়গুরুর স্মৃতি সংঘের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুরস্কার বিতরণ করেন। পুরস্কার প্রদানকে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে বিভেদ দেখা দেয়। এরই জের ধরে সন্ধ্যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা ‘‘মন্ত্রীর দুই গালে জুতা মারো তালে তালে’’ সহ নানা আপত্তিকর শ্লোগান দেয়। চূড়ান্ত নৌকাবাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণে পক্ষপাতিত্বের অভিযোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (২২ অক্টোবর) বেড়ার হুরাসাগর নদীতে চূড়ান্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যডভোকেট শামসুল হক টুকু। সিরাজগঞ্জ জেলার চৌচির বনগ্রাম এর উড়ন্ত বলাকা নামের নৌকাটি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার মোটরসাইকেল এবং একই জেলার রাউতারার নিউ বাংলার বাঘ নৌকাটি দ্বিতীয় পুরস্কার ২৯ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন দেয়া হয়। তৃতীয় স্থান অধিকার করে ভিটাপাড়ার শেরে বাংলা নৌকা। কিন্তু সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের শেরে বাংলা নৌকাটি প্রথম পুরস্কার মোটর সাইকেল দাবি করে।
একই উপজেলার আফড়া গ্রাম থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকাটি শেরে বাংলা নৌকার প্রথম পুরস্কার দাবিকে সমর্থন জানায়। প্রথম পুরস্কার না দেয়ায় ভিটা পাড়া, বায়া, আফড়া, পানি সাইলসহ ৮/৯ টি গ্রামের সহস্রাধিক মানুষ তৎক্ষণাৎ বেড়া পাম্পস্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারিরা মন্ত্রীর বিরুদ্ধে নানা আপত্তিকর শ্লোগান দেয়। পরে র্যাপব ও পুলিশ ধাওয়া দিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। নৌকাবাইচ কমিটির সদস্য আব্দুস সাত্তার খান জানান, নিয়মানুযায়ী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী নৌকা দুটিকে পুরস্কার দেয়া হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় বেড়া ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবনের সামনে মন্ত্রীর সাথে ভিটাপাড়া গ্রামের জনসাধারণের বাকবিতন্ডা হয়। প্রতিমন্ত্রী ভিটাপাড়া গ্রামের শেরে বাংলা নৌকাকে মোটরসাইকেল দেয়ার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়ে আসে। পরে তিনি বেড়া বি,বি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আবাসিক গ্রাহকদের মাঝে সিএফএল বাল্প বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।