ফুলবাড়ীতে ব্যাপক কর্মসুচি মধ্যে দিয়ে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপন
[সংবাদটা গতকালের]
ডিজিটাল দিনাজপুর ॥ পদ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই এর ১৭ তম দিবস সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটি কর্তৃক ব্যাপক কর্মসুচির পালন করে। কর্মসুচির গুলির মধ্যে ছিল ফুলবাড়ী বায়রা বীমা কার্যালয়ে রক্তদান কর্মসুচি, শহরের প্রাণ কেন্দ্রে নিমতলায় মানববন্ধন ও র্যালি শেষে উপজেলা সভা ক েবেলা ১১.৩০ মিনিটে আন্দোলন কমিটির আহবায়ক সাংবাদিক খাজানুর হায়দার লিমনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র হবিবর রহমান সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিশিষ্ট্য ব্যবসায়ী, সমাজ সেবক উপজেলা বিএনপি’র সহসভাপতি সামছুল হক মন্ডল, ফুলবাড়ী থানা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অভিনয় কুমার দত্ত, অবসর প্রাপ্ত প্রধান শিক আহির উদ্দিন মন্ডল, রেজিয়া খাতুন ইনিসটিটিউটের প্রতিষ্ঠা পরিচালক সুলতানুল আলম, আলহেরা একাডেমির প্রতিষ্ঠাতা অধ্য খাদিমুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন মিলন, সদস্য সচিব মোতালেব হোসেন সাগর, সাবেক জেলা ছাত্রদল সভাপতি মর্তুজা হক অষ্টিন প্রমুখ নেতৃবৃন্দ । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন-কমিটির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন ও ক্রীড়াবিদ হারুনুর রশিদ । বাংলাদেশ রেডক্রিসেন্ট এর সহযোগিতায় এ দিন ৫৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।