আমাদের কথা খুঁজে নিন

   

ফুলবাড়ীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

ছাত্রলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে ফুলবাড়ীতে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সরকারি কলেজ হল রুমে দুইগ্রুপের সংঘর্ষ ঘটেছে।
 
আজ বেলা সাড়ে ১১ টায় ফুলবাড়ী সরকারি কলেজে বর্ধিত সভা চলাকালীন ছাত্রলীগের দুই গ্রুপের এ সংঘর্ষে ৭জন কর্মী গুরুতর আহত হয়। আহতদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
 
আহতরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের নুর হোসেনের পুত্র স্বপন (২০), একই এলাকার ম্রিগেন চৌধুরীর পুত্র মিঠুন (২০), পশ্চিম গৌরীপাড়া গ্রামের আলাউদ্দিনের পুত্র এমরান (২৪), চাঁদপাড়া গ্রামের দিল মোহাম্মদ এর পুত্র অপু (২৪), মোপাখারুল ইসলামের পুত্র মারুফ (২০) ও অনিক (২০)।
 
জানা যায়, ফুলবাড়ীতে ছাত্রলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করার জন্য আজ ফুরবাড়ী সরকারি কলেজে সকাল ১০ টায় বর্ধিত সভা আহব্বান করা হয়।

বর্ধিত সভায় উপজেলা কমিটিতে নিজেদের পছন্দনীয় পদবী পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। মুহুর্তে সরকারি কলেজের মাঠ থেকে সাধারণ ছাত্র/ছাত্রীরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় এবং আধা ঘন্টা পর্যন্ত ছাত্রলীগের সংঘর্ষ চলতে থাকে। এ ঘটনায় ইক্ত ছাত্রলীগ কর্মীরা আহত হলে তাদেরকে বেলা ১২টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
 
ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সাংবাদিকদের জানায়, ছাত্রলীগের কমিটিতে বাসুদেবপুর এলাকার কতিপয় শিবির চিহ্নিত কর্মীকে ঢুকানোর চষ্টো করে ঐ এলাকার জুয়েল, সোহেল, ডনসহ তার সঙ্গিরা। এতে ছাত্রলীগের সাধারণ কর্মীরা বাধা সৃষ্টি করলে ক্ষপ্তি হয়ে তাদের উপর লাটি-সোটা নিয়ে হামলা চালায় বলে তারা অভিযোগ করে।

এ সময় তার সঙ্গে রাসেল, তানভিরসহ ছাত্রলীগ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তেমন গুরুতর কেউ আহত হয়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.