আমাদের কথা খুঁজে নিন

   

ফুলবাড়ীতে মিছিলে বিডিআর পুলিশের গুলি, নিহত 6

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

দনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে ও এশিয়া এনার্জি কোম্পানির কয়লা ক্ষেত্রের লিজ বাতিলের দাবিতে গতকাল শনিবার বিকেলে আয়োজিত সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে বিডিআর ও পুলিশের গুলিবর্ষণে 6 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন ফুলবাড়ী পৌরসভার কমিশনার মখলেছুর রহমানের পুত্র তরিকুল ইসলাম (22), চুন্নু (24), আহসান হাবিব (30) পিতা- মোজাম্মেল হক, খায়র"ল ইসলাম (30) পিতা-ওসমান গণি, অজ্ঞাত (35) ও অজ্ঞাত কিশোর (12)। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদশর্ীরা জানায়, গুলিবিদ্ধ হয়ে নিহত অনেকের লাশ বিডিআররা নিয়ে গেছে।

গতকাল বিকেল থেকে শুর" করে সন্ধ্যা পর্যনত্দ পুলিশ ও বিডিআরের সঙ্গে জনতার সংঘর্ষ চলে। এতে 15 জন পুলিশসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে 38 জনকে ফুলবাড়ী থানা স্বাস্থ্য কেন্দ্রে ও 50 জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে । দিনাজপুর হাসপাতালে ভর্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুর"তর বলে জানা গেছে। এরা হচ্ছে সাইফুল ইসলাম (23), ওসমান গণি (22), সাংবাদিক কাসেম ও ফটোগ্রাফার নুর ইসলাম।

ফুলবাড়ী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গুর"তর আহতদের মধ্যে রয়েছেন নবাবগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক, বিরল থানার ওসি জমির আলী, পুলিশ কর্মকর্তা বুলবুল, কাওছার আলী, নুর"জ্জামান, মোঃ ইবরাহীম, সায়েম, আবু খায়ের, মোঃ মোন্নাফ ও শীরফুল ইসলাম। স্থানীয় জনগণের মধ্যে মন্টু, জিয়া, আব্দুর রশিদ, হানিফ, আবু বক্কর, দুলাল, শুভ, হাবিবুর রহমান, মহসিন, রেজাউল, আবু তালেব, নুর"ল ইসলাম, জয়নার, ওসমান গণি, খাদেমুল ইসলাম, সাদেকুল, সাইমুন ইসলাম ও সঞ্জয় গুর"তর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া গুর"তর আহত আরো 4 জনকে গত শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদু্যৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি গতকাল বিকেলে ফুলবাড়ী পৌরসভা বাজারে সমাবেশের আয়োজন করে। দুপুর থেকে বিভিন্ন স্থান থেকে প্রায় 30 হাজার লোক সমাবেশস্থলে যোগ দেয়।

সমাবেশে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মোঃ শহিদুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ, কমিউনিস্ট পার্টির মঞ্জুর"ল আহসান বুলবুল, বাসদের সুধাংশু চক্রবতর্ী, গণফ্রন্টের দিকে টিপু বিশ্বাস ও ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা সভাপতি মোসাদ্দেক হোসেন লাবু প্রমুখের বক্তব্য যখন শেষের দিকে ঠিক তখনই সমাবেশের ভিতর থেকে কয়েকটি গ্র"প উস্কানিমূলক স্লোগান দিয়ে পুলিশের দিকে তেড়ে যায়। এ সময় সমাবেশের মূল অংশগুলোতে ব্যাপক পুলিশ-বিডিআর মোতায়েন ছিল। জনতা প্রতিবাদমুখী হয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ও বিডিআর জনতার দিকে লক্ষ্য করে 30 রাউন্ড টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে। এরপর জনতা একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে এশিয়া এনার্জি কোম্পানির দিকে এগিয়ে গেলে পুলিশ গুলি ছোড়ে।

প্রত্যক্ষদশর্ীরা জানায়, পুলিশ ও বিডিআর উভয়ই জনতার দিকে তাক করে অনত্দত 50 রাউন্ড গুলি ছোড়ে। এসব গুলিতে 5 জন নিহত হন। এ ব্যাপারে বিডিআরের 15 রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক নুর"ল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গুলিতে 2 জন নিহত ও 13 জন আহতের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে তিনি আর কিছু জানাতে অস্বীকৃতি জানান। দিনাজপুর পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

গতকাল বিকেল থেকে শুর" হয়ে এ রিপোর্ট লেখা পর্যনত্দ (সন্ধ্যা পর্যনত্দ) জনতা ও পুলিশের সংঘর্ষ অব্যাহত ছিল। সন্ধ্যার পর সংঘর্ষ কিছুটা থামলে গোটা ফুলবাড়ী শহরে পুলিশ-বিডিআর মোতায়েন করা হয়। শুর" হয় ব্যাপক ধড়পাকড়। এ রিপোর্ট লেখা পর্যনত্দ 40 জন আটক হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। এদিকে তেল, গ্যাস রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ মহসীন (25), রেজাউল করিম (22) ও এক অজ্ঞাতনামা শিশুর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে প্রবেশের ব্যাপারে কড়া পুলিশি প্রহরা বসানো হয়েছে। ফুলবাড়ীর ঘটনায় দিনাজপুর শহরে উত্তেজনা বিরাজ করছে। এ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন 11 দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ যুব মৈত্রী, জাতীয় গণফ্রন্ট, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে বিচার বিভাগীয় তদনত্দ করে দোষীদের শাসত্দি দাবি করেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিক্ষুব্ধ জনতা এশিয়া এনার্জি করপোরেশনের দালাল বলে চিহ্নিত ফুলবাড়ী শহরের ব্যবসায়ী নজর"ল, শাহজাহান হোসেন, পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ 10 ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। শহরের হোটেল, রেস্টুরেন্টসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তেল-গ্যাস খনি সম্পদ রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ আত্মগোপন করেছেন। পুলিশ তাদের খুঁজছে বলে একটি সূত্রে জানা গেছে। আন্দোলনকারীরা ফুলবাড়িতে অনির্দিষ্টকালের জন্য হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।

প্রশাসন শহরে 144 ধারা জারি করেছে। ::ভোরের কাগজ :::

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.