দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এবং ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়ে। এতে চারটি বগি লাইন থেকে উল্টে যায়। ট্রেন চলাচল বন্ধ আছে।
রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী রেলস্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনের ওপর দাঁড়িয়ে ছিল।
এ সময় দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে ঢুকে ট্রেনটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি এবং একতা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইন থেকে উল্টে পড়লে ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্টেশনের পোর্টারম্যান ইমরান বলেন, একতা এক্সপ্রেস ট্রেনকে ২ নম্বর লাইনের সিগন্যাল দেওয়া ছিল। কিন্তু চালক ভুল করে ১ নম্বর লাইনে ঢুকে পড়েন।
এতে এই দুর্ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।