আমাদের কথা খুঁজে নিন

   

ফুলবাড়ীতে দূর্গা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন

মোঃ হাসান আলী ফুলবাড়ী দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় শরদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত কয়েকদিন পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলার পর বর্তমানে চলছে রং লেপনের কাজ। কোন কোন মন্ডপে রঙের এর কাজ শেষ করে শাড়ি পড়ানোসহ দূর্গা মাকে অলংকার দিয়ে সাজানোর কাজ চলছে। এবার শারদীয় দূর্গা মর্তালোকে আসবেন গজে আহরণ করে আর বিজয়া দশমী শেষে বিসর্জনে দেবী দোলনায় চড়ে মর্তালোক ছেড়ে স্বর্গলোকে গমন করবেন। রেখে যাবেন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বাণী আর আর্শীবাদ।

‘ফলম গজচ জলদাদেবীর শস্যাপূর্ণা বসুন্ধরা, শোক মতে তিনি এসে ধরণীকে গড়ে তুলবেন শস্যভান্ডারে নিয়ে আসবেন সৃষ্টির সব সুখ-সমৃদ্ধি নিয়ে, আর দূর করবেন যাবতীয় অন্যায়-আনাচার। কয়েকদিন পরেই মন্দিরে মন্দিরে ঢাকের বাদ্য আর উলধ্বনিতে মুখরিত হবে ধরনীর আকাশ বাতাশ। হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসব দূর্গাপূজা সমাসন্ন। এবার ফুলবাড়ীতে প্রতিমা তৈরিতে আনা হচ্ছে আধুনিকতার ছাপ। বেশ আনন্দঘন পরিবেশ চলছে কারিগরদের শিল্প নৈপুন্য।

এখন চলছে মাটি ও রঙের কাজ এবং প্রতিমার সাজসজ্জা। ভালো ও দর্শনীয় প্রতিমা তৈরী করার প্রতিযোগিতা চলছে সবখানে। এ বছর ফুলবাড়ী উপজেলার প্রায় ৫০টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নের পূজামন্ডপগুলোয় প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কজে। এর মধ্যে কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির, শিব বাড়ি মন্দির, রায়পাড়া মন্দির, সুজাপুর মন্দির, চাঁদপাড়া মন্দির, বাসুদেবপুর মন্দির ও গুচ্ছগ্রাম মন্দিরসহ বিভিন্ন এলাকায় দূর্গাপূজার প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে এখন চলছে সাজসজ্জার কাজ।

বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এবার শরদীয় দূর্গাপূজা উপযাপিত হবে পূর্বের তুলনায় অনেক বেশি। প্রতিটি ইউনিয়নে পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে এবং মতবিনিময় সভা চলছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর আলম বলেন, দূর্গাপুজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রতাপ চন্দ্র বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ফুলবাড়ী (দিনাজপুর), ২৮ সেপ্টেম্বর (সাভার নিউজ টোয়েন্টিফোর ডটকম) : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় শরদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত কয়েকদিন পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলার পর বর্তমানে চলছে রং লেপনের কাজ। কোন কোন মন্ডপে রঙের এর কাজ শেষ করে শাড়ি পড়ানোসহ দূর্গা মাকে অলংকার দিয়ে সাজানোর কাজ চলছে। এবার শারদীয় দূর্গা মর্তালোকে আসবেন গজে আহরণ করে আর বিজয়া দশমী শেষে বিসর্জনে দেবী দোলনায় চড়ে মর্তালোক ছেড়ে স্বর্গলোকে গমন করবেন। রেখে যাবেন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বাণী আর আর্শীবাদ। ‘ফলম গজচ জলদাদেবীর শস্যাপূর্ণা বসুন্ধরা, শোক মতে তিনি এসে ধরণীকে গড়ে তুলবেন শস্যভান্ডারে নিয়ে আসবেন সৃষ্টির সব সুখ-সমৃদ্ধি নিয়ে, আর দূর করবেন যাবতীয় অন্যায়-আনাচার।

কয়েকদিন পরেই মন্দিরে মন্দিরে ঢাকের বাদ্য আর উলধ্বনিতে মুখরিত হবে ধরনীর আকাশ বাতাশ। হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসব দূর্গাপূজা সমাসন্ন। এবার ফুলবাড়ীতে প্রতিমা তৈরিতে আনা হচ্ছে আধুনিকতার ছাপ। বেশ আনন্দঘন পরিবেশ চলছে কারিগরদের শিল্প নৈপুন্য। এখন চলছে মাটি ও রঙের কাজ এবং প্রতিমার সাজসজ্জা।

ভালো ও দর্শনীয় প্রতিমা তৈরী করার প্রতিযোগিতা চলছে সবখানে। এ বছর ফুলবাড়ী উপজেলার প্রায় ৫০টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নের পূজামন্ডপগুলোয় প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কজে। এর মধ্যে কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির, শিব বাড়ি মন্দির, রায়পাড়া মন্দির, সুজাপুর মন্দির, চাঁদপাড়া মন্দির, বাসুদেবপুর মন্দির ও গুচ্ছগ্রাম মন্দিরসহ বিভিন্ন এলাকায় দূর্গাপূজার প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে এখন চলছে সাজসজ্জার কাজ। বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এবার শরদীয় দূর্গাপূজা উপযাপিত হবে পূর্বের তুলনায় অনেক বেশি।

প্রতিটি ইউনিয়নে পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে এবং মতবিনিময় সভা চলছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর আলম বলেন, দূর্গাপুজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রতাপ চন্দ্র বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। া ফুলবাড়ী (দিনাজপুর), ২৮ সেপ্টেম্বর (সাভার নিউজ টোয়েন্টিফোর ডটকম) : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় শরদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত কয়েকদিন পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলার পর বর্তমানে চলছে রং লেপনের কাজ।

কোন কোন মন্ডপে রঙের এর কাজ শেষ করে শাড়ি পড়ানোসহ দূর্গা মাকে অলংকার দিয়ে সাজানোর কাজ চলছে। এবার শারদীয় দূর্গা মর্তালোকে আসবেন গজে আহরণ করে আর বিজয়া দশমী শেষে বিসর্জনে দেবী দোলনায় চড়ে মর্তালোক ছেড়ে স্বর্গলোকে গমন করবেন। রেখে যাবেন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বাণী আর আর্শীবাদ। ‘ফলম গজচ জলদাদেবীর শস্যাপূর্ণা বসুন্ধরা, শোক মতে তিনি এসে ধরণীকে গড়ে তুলবেন শস্যভান্ডারে নিয়ে আসবেন সৃষ্টির সব সুখ-সমৃদ্ধি নিয়ে, আর দূর করবেন যাবতীয় অন্যায়-আনাচার। কয়েকদিন পরেই মন্দিরে মন্দিরে ঢাকের বাদ্য আর উলধ্বনিতে মুখরিত হবে ধরনীর আকাশ বাতাশ।

হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসব দূর্গাপূজা সমাসন্ন। এবার ফুলবাড়ীতে প্রতিমা তৈরিতে আনা হচ্ছে আধুনিকতার ছাপ। বেশ আনন্দঘন পরিবেশ চলছে কারিগরদের শিল্প নৈপুন্য। এখন চলছে মাটি ও রঙের কাজ এবং প্রতিমার সাজসজ্জা। ভালো ও দর্শনীয় প্রতিমা তৈরী করার প্রতিযোগিতা চলছে সবখানে।

এ বছর ফুলবাড়ী উপজেলার প্রায় ৫০টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নের পূজামন্ডপগুলোয় প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কজে। এর মধ্যে কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির, শিব বাড়ি মন্দির, রায়পাড়া মন্দির, সুজাপুর মন্দির, চাঁদপাড়া মন্দির, বাসুদেবপুর মন্দির ও গুচ্ছগ্রাম মন্দিরসহ বিভিন্ন এলাকায় দূর্গাপূজার প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে এখন চলছে সাজসজ্জার কাজ। বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এবার শরদীয় দূর্গাপূজা উপযাপিত হবে পূর্বের তুলনায় অনেক বেশি। প্রতিটি ইউনিয়নে পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে এবং মতবিনিময় সভা চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর আলম বলেন, দূর্গাপুজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রতাপ চন্দ্র বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ফুলবাড়ী (দিনাজপুর), ২৮ সেপ্টেম্বর (সাভার নিউজ টোয়েন্টিফোর ডটকম) : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় শরদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত কয়েকদিন পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলার পর বর্তমানে চলছে রং লেপনের কাজ। কোন কোন মন্ডপে রঙের এর কাজ শেষ করে শাড়ি পড়ানোসহ দূর্গা মাকে অলংকার দিয়ে সাজানোর কাজ চলছে।

এবার শারদীয় দূর্গা মর্তালোকে আসবেন গজে আহরণ করে আর বিজয়া দশমী শেষে বিসর্জনে দেবী দোলনায় চড়ে মর্তালোক ছেড়ে স্বর্গলোকে গমন করবেন। রেখে যাবেন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বাণী আর আর্শীবাদ। ‘ফলম গজচ জলদাদেবীর শস্যাপূর্ণা বসুন্ধরা, শোক মতে তিনি এসে ধরণীকে গড়ে তুলবেন শস্যভান্ডারে নিয়ে আসবেন সৃষ্টির সব সুখ-সমৃদ্ধি নিয়ে, আর দূর করবেন যাবতীয় অন্যায়-আনাচার। কয়েকদিন পরেই মন্দিরে মন্দিরে ঢাকের বাদ্য আর উলধ্বনিতে মুখরিত হবে ধরনীর আকাশ বাতাশ। হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসব দূর্গাপূজা সমাসন্ন।

এবার ফুলবাড়ীতে প্রতিমা তৈরিতে আনা হচ্ছে আধুনিকতার ছাপ। বেশ আনন্দঘন পরিবেশ চলছে কারিগরদের শিল্প নৈপুন্য। এখন চলছে মাটি ও রঙের কাজ এবং প্রতিমার সাজসজ্জা। ভালো ও দর্শনীয় প্রতিমা তৈরী করার প্রতিযোগিতা চলছে সবখানে। এ বছর ফুলবাড়ী উপজেলার প্রায় ৫০টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নের পূজামন্ডপগুলোয় প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কজে। এর মধ্যে কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির, শিব বাড়ি মন্দির, রায়পাড়া মন্দির, সুজাপুর মন্দির, চাঁদপাড়া মন্দির, বাসুদেবপুর মন্দির ও গুচ্ছগ্রাম মন্দিরসহ বিভিন্ন এলাকায় দূর্গাপূজার প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে এখন চলছে সাজসজ্জার কাজ। বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এবার শরদীয় দূর্গাপূজা উপযাপিত হবে পূর্বের তুলনায় অনেক বেশি। প্রতিটি ইউনিয়নে পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে এবং মতবিনিময় সভা চলছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর আলম বলেন, দূর্গাপুজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রতাপ চন্দ্র বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.