আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙ্গন



কোনো এক স্বপ্নভূক জ্যোৎস্নায়,বাতাসের শব্দ শুনে; বিকলাঙ্গ হিমস্মৃতি নিয়ে জেগে উঠে স্মৃতি ভাঙ্গনের। কয়েকটি অসমাপ্ত বিহ্বল মূহুর্ত কথা জানিয়ে দেয় বেদনার প্রত্যাখ্যান আর ভুল মানুষের দিনলিপি। শব্দ হতে দূর মেঘে, প্রতারক সময়ের নীল বাষ্প উড়ে উড়ে চলে যায় মেঘের ওপার,গড়ে পৃথক আবাস। শুধু সমর্থ আঙুল পরস্পরের আশ্রয় খুঁজে খুঁজে সতীর্থ সড়কে এসে বাসা বেঁধেছিল নীল নিজস্ব প্রহরে। তারপর নীরবতা আর ঐশ্বর্য্যবিহীন প্রতারক রাত্রি, বেদনার ঘুমঘোরে ছুঁয়ে গেছে বিরহীর রূপে, ভাঙ্গনের গল্প লেখা হয় শুধু স্মৃতিময় কবির- বেদনার হিমঘরে। সহসা অনঙ্গ রাত্রি, কবির হৃদয় হতে জল ভেঙে গড়ে পৃথক প্লাবন,শব্দহীন অমাবস্যা ভাঙ্গনের দ্বিতীয় প্রহরে সঙ্গী হয়ে আসে প্রতারিত স্বপ্নগুলো জ্যোৎস্নাময় রাত্রির রূপ ভুলে কখনোবা কালের কলহধ্বণি এঁকেছে শুধুই প্রতিবিম্বিত বেদনার স্তর! কবির হৃদয় হতে উবে যায় প্রেম,শুধু বেদনার শব্দ থাকে,আর কবিতার শব্দময় ভার বয়ে বেড়ায়- কবন্ধ কবি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।