আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয় ভাঙ্গন

মেঘলা আমি মেঘলা গগন ; মেঘলা যে তোর মন........... তোরই সাথে কথা রে মোর; হইতে কতক্ষণ??? তুই তো সখা থাকিস দূরে; পোরে আমার মন..... তোরই সাথে ‍জুড়ল রে মোর; কপালের লিখন। .... ♥ তুই হলি মোর গোলাপ কাঁটা। ফুলের মত আপন করে, দিব্যি মনকে দিলি কাঁটা, মনের বনে রক্ত পড়ে। তোর মনেতে রাখবি আমায়..... শিউলী ফুটবে ভর দুপুরে। কপাল আমি ছুঁয়ে দিলে........ ঘ্রাণ ছড়াবে দ্বিপ্রহরে।

কান পেতে রই টিনের ঘরে, বাইরে যখন বৃষ্টি পরে। তোর কথাটি মনে পরে, চোখ যে ভরে তোকে স্বরে। টুপ! টাপ! বৃষ্টি শুনি, চুপ হয়ে যে সংখ্যা গুণি। ভুল হয়ে যায় গুণন বুঝি, আলত করে চোখটি মুছি। চোখটি মুছে কি আর হবে, তোর মন কি পূরণ হবে? জোর করে তুই বুঝবি কিছু? ভাগ্য কি আর ছাড়বে পিছু! মানব না হার তোর কাছে আর, কি পেয়েছিস ভালবাসার? চুপ করে তুই শুনবি এখন, যা ছেড়ে যা সকল বাঁধন।

যে মূল্য জানে ভালবাসার, যায় না ছেড়ে কখনও আর। মান রাখে সে সকল পণের, হয়ে ওঠে সকল ক্ষণের। আর যে যাবে সে যাবেই চলে, ফিরবে না সে কিছু বলে। জানব আমি কেউ ছিলিনা, চলে গেলি আমায় ফেলে!!! নিত্য হৃদয় ভাঙ্গার শব্দ, করতে হবে তোকে জব্দ। একটু শুভ্রতা খুঁজে পেলে, করিস কালো সুযোগ মিলে।

নদীর ভাঙ্গন সবাই শোনে, শোনেনা যদি ভাঙ্গে মনে। আর যদি তুই খেলা ভাবিস, দুঃখ আছে ঢের জানিস। ...... বিরহ বিরহ খেলা খেলিস, যখন তখন দুঃখ কিনিস? আসলি কেন আবার ফিরে, কি পেয়েছিস হৃদয় চিরে? আর কখনও করলে এমন, করব যে তোর হৃদয় খনন। বুঝবি মজা লাগে কেমন, ভাঙ্গা মনের অবগাহন। আসল কথা বলছি আমি, ভালবাসি অন্তরযামী।

মানুষ কভু দেয়না তো মান, মোদের এ প্রেম যতই দামী। আল্লাহ মহান, বাসেন মোদের ভাল, যদি তাঁকেও মোরা নিত্য বাসি ভাল। প্রভূর প্রেম জাগায় মনে আশা, ভাঙ্গেনা তো কারো হৃদয় অভিলাষা। তানিয়া হাসান খান সময়: সন্ধ্যা ৭:০৩মি. ২১/১/১৩ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।