আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা নদীতে ভাঙ্গন, চাঁপাইনবাবগঞ্জে হাজার ঘর নদী গর্ভে

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙ্গন। ১০দিনে নদী ভাঙ্গনে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের দেড় হাজার বাড়িঘর এবং বিপুল পরিমাণ কৃষি জমি ও আমবাগান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনকবলিত এলাকার বাসিন্দরা বাধ্য হয়েই অন্যত্র চলে যাচ্ছেন।

জানাগেছে, আলাতুলি ইউনিয়নে প্রমত্তা পদ্মার দুই তীরে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনের তান্ডবলীলা চলছে। নদী ভাঙণের কবল থেকে রেহাই পেতে কোদালকাটী গ্রামের একটি পাকা মসজিদ স্থানীয় লোকজন ভেঙ্গে ফেলে আসবাবপত্র সরিয়ে নিয়েছেন।

আলাতুলি গ্রামের শফিকুল ইসলাম জানালেন, চোখের সামনেই সবকিছু চলে গেলো নদীতে। একটুও রক্ষা করতে পারলাম না। বিয়ের পর প্রায় ৮ বছর ধরে এখানেই বসবাস করতেন তিনি। কিন্তু নদী ভাঙ্গণের ফলে আত্মীয়-স্বজন আর প্রতিবেশিদের ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন তিনিসহ তার পরিবার।

আলাতুলি ইউনিয়নের চেয়ারম্যান খোয়াজ আলী জানান, গত এক সপ্তাহে শুধুমাত্র কোদালকাটি গ্রামেই ৮০ টি পরিবারের বাড়িঘর ও জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এছাড়া ১০দিনের ভাঙনে প্রায় দেড় হাজার ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ৫ ও ৬ নং ওয়ার্ডের রোডপাড়া, সরকারপাড়া, লোটারুপাড়া, কোদালকাটি, কানাইপাড়া, কলিমপাড়াসহ প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভাঙ্গন চলছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকেৌশলী মুখলেসুর রহমান জানান, পদ্মা নদীর বামতীরের ভাঙ্গন প্রতিরোধে একটি প্রকল্প সম্প্রতি একনেকে পাস হয়েছে। ওই প্রকল্পের অধীনে ১৬৫ কোটি টাকা ব্যায়ে নদীর বামতীর সংরক্ষণ করা হবে।   চলতি অর্থ-বছরেই তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হবে।

তবে ডান তীরে জেগে ওঠা চরে বসতি গড়ে ওঠলেও তা সংরক্ষণে টেকসই কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.