আমাদের কথা খুঁজে নিন

   

মহাজ্ঞানী ডাঃ জাকির নায়েক এইবারও শান্তিতে নোবেল পাইলনা ... ... কঠিন আফসুস



ইসলাম শান্তির ধর্ম (কিরে পোলাপান! হাসছ কেন?) । আর এই শান্তির ধর্ম বাইডিফল্ট পরপর ৭০ বছর শান্তির নোবেল পুরস্কার পাওয়ার কথা। বুঝলাম র‌্যয়াল সুইডিস একাডেমিতে সব ঈহুদী-নাসারাদের ঘাটি। তারা ইসলামরে অ্যাজ এ ধর্ম নোবেল দিবনা। তাইলে অন্তত এই শান্তির ধর্মর প্রচারক মহাজ্ঞানী ডাঃ জাকির নায়েকরেতো শান্তিতে নোবেল দেওন যাইতো? নাকি কন মিঞারা?? গেল সাত আট বছর ধইরা মোমেন মুসলমান ভাইবেরাদারদের চাওয়া পাওয়া, শখ-আল্লাদ ঐ একটাই, "ডাঃ জাকির নায়েকরে শান্তিতে নোবেল দেয়া হউক"।

কেডা শুনে কার কথা। জাকির ভাই কত কষ্ট কইরা পিস টিভি কর্তেছে, বক্তিমা দিতেছে, লেকচার দিতেছে, বই বাইর কর্তেছে, দেশ বিদেশ ঘুইরা ইসলামের শান্তি পৌছায় দিতেছে, ধর্মগুলারে বাটখাড়ায় মাইপা ইসলামের শান্তির ওজন কড়ায় গন্ডায় বুঝায় দিতেছে, বেকুব বলদরে আরও কত বেকুব রাখন যায় তার জন্য প্রানান্ত তদবীর কর্তেছে!!! আহারে! বেচারীর চুলদাড়ি সব পাইকাই গেল। আপনারাই কন ভাইয়েরা শান্তির নোবেল মনোনয়নে "বলদ উৎপাদন" থেকে আর কি বেশি গুরুত্বপূর্ণ হইতারে? বলদের থেকে শান্তিপূর্ণ প্রানী এই দুইন্নায় আর আছে একটাও??? কিন্তু তাও আমাগো জাকির ভাইয়ে নোবেল পায় না। কাহিনি দেইখা মনে হইতেছে শান্তির নোবেল সেলেকশনে যেই নরওয়েজিয়ান নোবেল কমিটি আছে সেইটা পুরাই নাস্তিক নাফরমানদের দখলে। তাদের এমন বেইনসাফীর জবাব নিশ্চয়ই আল্লাপাক হাশরের দিনে ঝাজা সহকারে দিবেন।

আল্লা হতাশ হইতে বারণ করেছেন। আশা করি তাদের বুকের মধ্যে যে নাস্তিক্যের সীলমোহর পরে আছে তা অচিরেই দুরীভুত হবে। এবং ঈনশাআল্লা আমাদের প্রানপ্রিয় মহাজ্ঞানী সর্বজ্ঞানী ডাঃ জাকিরে নায়েক আগামী বৎসর শান্তিতে নোবেল পুরস্কার পাবেন। জাঝাকাল্লাহ সহকারে ছুম্মাআমীন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.