এছাড়া শোক দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
সকালে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষমন্ত্রী ডা. আফসারুল আমীন।
সভায় তিনি বলেন, “বৈরী সময় উত্তরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু যে স্বাধীনতা এনে দিয়েছেন তাকে রক্ষা এবং বাঙালি জাতিসত্তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে আমাদের প্রতিদিন লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
মহানগর কমিটির সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সুনীল সরকার, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী ও মহানগর পিপি কামাল উদ্দিন।
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হয়।
এদিকে নগর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, চট্টগ্রাম বিশ্ববিধ্যালয় ও চুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।