বাংলা কনভার্টার ডট কম
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে কোন সংস্করণ থেকে কি-বোর্ড দিয়ে মাউস পয়েন্টার বা কার্সর নাড়াচাড়া করানো যায়। কোন কারণে মাউস কাজ না করলে কি-বোর্ড সুবিধা দিয়ে সেরে নেয়া যায় প্রয়োজনীয় কাজ। কি-বোর্ড দিয়ে মাউসের সুবিধা সম্পাদনা করার জন্য অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কম্পিউটার চালু করতে হবে। সুবিধাগুলো সক্রিয় করার জন্য প্রথমে Alt+Shift+Numlock চাপতে হবে। এবার একটা ছোট মাউস কি-box পাওয়া যাবে।
মাউস-box চালু করার জন্য Ok ক্লিক বা এন্টার করতে হবে। মাউস বাটনের সম্পূর্ণ সেটিংসে যাওয়ার জন্য Settings-এ ক্লিক করতে হবে। এখানে পাওয়া যাবে একটি নতুন ডায়ালগ box। এখান থেকে Settings-এ ক্লিক করলে Settings for Mouse keys নামে নতুন আরেকটি ডায়ালগ box আসবে। এখানে পছন্দমতো সব মাউস সেটিংস পরিবর্তন করা যাবে।
এখন সংখ্যা বা নিউম্যারিক কি-প্যাড দিয়ে পয়েন্টার বা কার্সর নাড়ানো যাবে। কিগুলো হল_
* ১, ২, ৩, ৪, ৬, ৭ ও ৯ কার্সর বিভিন্ন দিকে নাড়ানোর জন্য।
* Insert-মাউসের বোতাম চেপে রাখার জন্য।
* ৫-ক্লিক করার জন্য
* + ডাবল ক্লিক করার জন্য
* Delete-মাউসের বোতাম ছেড়ে দেয়ার জন্য
* এ সুবিধা থেকে বের হতে হলে Numlock চাপতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।