আমি খুব ভালো ব্লগ লিখি না। আমার দরকারি জিনিষ গুলো যাতে না ভুলে যাই তাই লিখি।
প্রথমে সেটিংস থেকে জি-মেইল কিবোর্ড শর্টকাট এনাবল করুন।
জি-মেইল ব্যবহারকারী ভাই ও বোনেরা আপনারা মাউস ছাড়া শর্টকাট কি ব্যবহার করে ই-মেইল করতে পারেন।
যা যা করবেনঃ
১)
কম্পিউটার আপনার হলে জি-মেইল হোম পেজে "Remember me on this computer" সিলেক্ট করে রাখুন।
২)
অদরকারি মেইল থেকে মুক্ত থাকুন।
kআর r দিয়ে আপনার না পড়া ই-মেইলগুলো স্ক্যান করুন।
x চেপে আপনার এ-মেইল গুলো সিলেক্ট করুন।
এবং y বা e চেপে আর্কাইভ করুন
৩) না পড়া মেইল খুজু্ন
মেইল ওপেন করতে এন্টার (Enter) চাপুন। মেইল খু্লতে r চাপুন।
সব রিপ্লাই(reply all) করতে a চাপুন। tab+Enter চেপে আপনার উত্তর পাঠান। g+i চেপে আবার ইনবক্সে আসুন। কোন মেইলকে স্টার মার্ক করতে s আর ফরওয়ার্ড করতে f চাপুন। শর্টকাট গুলো ভুলে গেলে ? চাপুন।
মূল পোষ্ট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।