এডেসো নামের একটি কোম্পানি সম্প্রতি এক ধরনের মাউসের উদ্ভাবন ঘটিয়েছে। এটির আকারে সাধারণ অপটিক্যাল মাউসের মতন তবে যে বাড়তি সুবিধা পাওয়া যাবে মাউসটি থেকে সেটি হচ্ছে,এর মধ্যে নিউমেরিক কীপ্যাডও দেওয়া হয়েছে ব্যবহারকারীদের সুবিধার্থে।
আধুনিককালে সবকিছুই আকারে ছোট হয়ে যাচ্ছে দিনে দিনে। কম্পিউটারের কীবোর্ডই বাকি থাকবে কেন ? কম্পিউটারে ব্যবহৃত কীবোর্ডগুলোকে ছোট করার জন্য প্রথমে যা করা হয় তা হচ্ছে এর নিউমেরি কীপ্যাড অংশটিকে ছেঁটে ফেলা হয়। কিন্তু এই নিউমেরিক কীপ্যাড অংশটি আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কাজের জিনিস।
এই সমস্যার সমাধানেই এডেসো নিয়ে আসল এই নতুন মাউস। এর হাতের তালু রাখার অংশটিকে খোলার ব্যবস্থা আছে এবং এটি খুলে ফেললেই নিউমেরিক কীপ্যাড অংশটিকে ব্যবহার করা যাবে। এমন ধরনের মাউস ব্যবহারের সুবিধা হচ্ছে যেসব ব্যবহারকারী জিনিসপত্রের বহনযোগ্যতার ব্যপারে বেশ সাবধানী তাদের বাড়তি কোনও নিউমেরিক কীপ্যাড বহন করতে হবেনা ল্যাপটপ ব্যাগটির সাথে। শুধু এডেসো মাউসটি নিয়ে গেলেই হল। নিউমেরিক কীপ্যাডঅলা এই মাউসের ব্যবহার সাধারণ মাউসের মতই।
ইউএসবি পোর্টের সাথে সংযোগ দেওয়া সম্ভব এবং নিউমেরিক কীপ্যাড ব্যবহারের প্রয়োজন পড়লে ফ্লিপ করে এর প্লাস্টিক আচ্ছাদন খুলে নিলেই হয়ে গেল।
ন্যাশনাল নিউজ ডেস্ক,২০ মার্চ ২০১০।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।