নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই
মুগ্ধ আমি-
যতবার তোমায় দেখি-মুগ্ধ হই।
তোমার গায়ের হালকা রঙ মনে দোলা দেয়;
তুমি সতেজ-স্নিগ্ধ,
ছুতে ভয় হয়- যদি নস্ট হও।
তোমার ক্ষীণ দেহ বল্লরি আমার স্পর্শ সইবে না।
তুমি একা অথবা তোমার মত আরো তোমাকে নিয়ে
ঠায় দাঁড়িয়ে থাকো - মনে হয় সবুজ আকাশের বুকে এক ঝাক নক্ষত্র ।
অথবা চলে যাও বহু দূরে-
যখনি তোমায় দেখি- দাঁড়িয়ে যাই,
তোমায় তো আর ঘরে তুলতে পারব না-
তাই ছবি তুলেই সাধ মেটাই
তোমায় নিয়ে কোনো গান নেই, কবিতা নেই,
তোমার ঠাই হয়না কারো ঘরে।
যদিও তারা সবাই মুগ্ধ
যদি তোমার গন্ধ থাকতো গোলাপ জুই এর মত-
তবে কি কেউ করত এমন ভুল??
- তুমি আমার প্রিয় কচুরি ফুল!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।