যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!
কিছু কিছু ঘটনা আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তুলে। যেমন ৫/৬ বছরের েকটি শিশুর সৌন্দর্য্যবোধ। আমার কথাই বলছি, সন্দীপ গিয়েছিলাম বেড়াতে। চিটাগাং আসার সময় পূর্ব দিক দিয়ে এলাম অর্থা্ত জাহাজ কুমিরা এসে নোঙর করবে। তখন বেলা ৩/৪ টা হবে।
জাহাজ উপকূল এসে ভিড়ল, তীরে যেতে হবে নৌকা করে। রুম থেকে বের হয়ে ডেকে এসে আমি হতবাক। এ আমি কি দেখছি!! মনের অবস্থা নিজের ভাষায় লিখি.....
" সাগর ঘেষে যে তীর তার পাশেই পাহাড়, ঘন সবুজ উচু নিচু পাহাড়। পাহাড়ের মাথায় নীল আকাশ, সেখানে শীতের শেষের হালকা মেঘ আকিবুকি করছে, পশ্চিমে হেলে থাকা সূর্যের রশ্মি সমুদ্রের নীল পানিতে প্রতিফলিত হয়ে সবুজ পাহাড়ে সোনালী আলোর আভা এক মনোমুগ্ধকর রং সৃষ্টি করেছে। এ সোনালী আভা নীল আকাশে বিচ্ছুরিত হচ্চে।
আমি হা হয়ে তাকিয়ে ছিলাম...কতক্ষণ বলতে পারব না। শুধু মনে হচ্ছিল দ্রুত তীরে গিয়ে সৌন্দর্যের কোলে লাফ দিতে। কিন্তু যখন তীরে গেলাম, দেখলাম সমুদ্রের বুকে থাকতে যা দেখলাম তার কিছুই নেই। "
দৃশ্যটি এখনও মাঝে মাঝে আমার চোখে ভেসে ওঠে। মনে হয় ঐ বয়সে ত সৌন্দর্যের কিছুই বুঝার কথা না।
এত মুগ্ধ হলাম কেন? যেটা এখনও আমার চোখে লেগে আছে! আমি নিশ্চিত এই দৃশ্য এদেশের কোন কবি দেখে নি। দেখলে যে কাব্যগ্রন্থ রচনা করত, সেটাও মনোমুগ্ধকর হত। বিখ্যাত হয়ে যেত।
মাঝে মাঝে মনে হয় সে পথে আসলে এখনও সে দৃশ্য দেখা যাবে কিনা, যার ছাপ এখনও আমি বহন করছি.....মনের শান্ত নদীতে....।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।