বৃহস্পতিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা জয়ের পথে ইথিওপিয়ান বংশোদ্ভূত আরাগাউইর সময় লেগেছে চার মিনিট ২.৬৭ সেকেন্ড।
০.৩২ সেকেন্ড বেশি নিয়ে রুপা সিম্পসনের। ব্রোঞ্জ পাওয়া কেনিয়ার হেলেন ওনসান্দো ওবিরির টাইমিং ছিল চার মিনিট ৩.৮৬ সেকেন্ড।
পুরুষদের হাই জাম্পে সোনা জিতেছেন ইউক্রেনের বোহদান বন্দারেঙ্কো। রুপা কাতারের মুতাজ এসা বারশিম এবং ব্রোঞ্জ কানাডার ডেরেক ড্রুইনের।
মহিলাদের ট্রিপল জাম্পে কলম্বিয়ার ক্যাতেরিন ইবারগুয়েন সোনা, রাশিয়ার একাতেরিনা কোনেভা রুপা ও ইউক্রেনের ওলহা সালাদুহা ব্রোঞ্জ পেয়েছেন।
এছাড়া পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে কেনিয়ার এজেকিয়েল কেমবোই, মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে চেক প্রজাতন্ত্রের জুজানা হেজনোভা এবং পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে ত্রিনিদাদ ও টোবাগোর জেহু গর্ডন সোনা জিতেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।