আমাদের কথা খুঁজে নিন

   

১৫০০ খামারির প্রতিদিন ৫০ লাখ টাকার ক্ষতি

১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালে পাবনায় দুধ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। দুধ বিক্রি নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। যাও বিক্রি হচ্ছে তা পানির দরে। জেলার হাটবাজারে ১৫-২০ টাকা দরে পাওয়া যাচ্ছে গাভীর খাঁটি দুধ। ফলে পাবনার ১ হাজার ৫০০ খামারির প্রতিদিন ক্ষতি হচ্ছে ৫০ লাখ টাকা।

হরতালে যানবাহন সংকটে মিল্ক ভিটা, প্রাণ, ব্র্যাকসহ কয়েকটি দুধ ক্রয় কেন্দ্র বন্ধ থাকায় দেখা দিয়েছে এ দুর্দশা।

জানা গেছে, খামারিরা বাধ্য হয়ে অর্ধেক মূল্যে গাভীর দুধ বিক্রি করছেন। অনেক খামারি ক্রেতা না থাকায় ফেলে দিচ্ছেন দুধ। বেড়ার ক্ষতিগ্রস্ত দুধ ব্যবসায়ী, খামারি আবুল খায়ের জানান, জেলায় প্রায় দেড় হাজার ছোট-বড় দুগ্ধ খামার রয়েছে। এসব খামার থেকে প্রতিদিন উৎপাদন হয় ৫০ লাখ টাকার বেশি দুধ।

হরতালের কারণে দুধ বিক্রি করতে না পেরে খামারিরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আতাইকুলায় ব্র্যাকের দুধ ক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক মোবারক হোসেন জানান, খামারিদের কাছ থেকে প্রতি কেজি দুধ ৪৫-৫০ টাকায় কেনা হয়। হরতালে কেন্দ্রগুলো না খোলায় দুধ কেনা বন্ধ রয়েছে। বিভিন্ন কোম্পানি দুধ না কেনায় এখন হাটবাজারে ১৫-২০ টাকা দরে দুধ বিক্রি হচ্ছে। পাবনার দুগ্ধপ্রধান এলাকা আটঘরিয়া, চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া, বেড়া, আতাইকুলা, ও সাঁথিয়ার বিভিন্ন হাটবাজারে অর্ধেক মূল্যে গাভীর দুধ বিক্রি হচ্ছে।

ক্ষতিগ্রস্ত দুধ ব্যবসায়ী ও খামারিরা অবিলম্বে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.