আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে মাশরাফিকে ক্যাপ্টেন্সি দেয়া ভুল হবে। আশরাফুলকে দলে নেয়া আরো বড় ভুল হবে।



বিশ্বকাপের আর মাত্র ৪ মাস বাকী আছে। সবগুলো দলই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। আজ একটা সিরিজ শেষ হলো। এই সিরিজে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল অনেক ভালো খেলেছে। কিন্তু মাশরাফি সুস্থ হয়ে ফিরে এলে বিশ্বকাপে সেই নেতৃত্ব দেবে।

মাশরাফির একটা বড় দূর্বলতা সে ৪০-৫০ ওভারের সময় বল করতে পারে না। নিজে ক্যাপ্টেন থাকলে তো ওই সময়ে বল হাতেই নেবে না। এমন একটা ভীরু মানুষ একটা দলকে নেতৃত্ব দিতে পারে না। আমাদের দরকার এমন একজন মানুষ যে সামনে থেকে নেতৃত্ব দেবে। সে হিসেবে সাকিবই বেস্ট।

আর আশরাফুলকে বিশ্বকাপের দল থেকে বাদ দেয়া উচিৎ। সে শুধু নিজের জন্যে খেলে এবং দলের মধ্যে গ্রুপিং করে। সে দলে এলে টিম স্পিরিটের বারোটা বেজে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।