আমাদের কথা খুঁজে নিন

   

রেললাইনে হত্যা

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী"

১৯ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের টিঅ্যান্ডটি স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শাওন নামের এক তরুণ রেললাইনে ফেলে হত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে শাওনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা হয়েছে। মেয়েটির বাবা উত্তর মুগদাপাড়ার বাসিন্দা মহিউদ্দিন মাহমুদ কালের কণ্ঠকে জানান, তাঁর মেয়ের ওপর শাওনের আক্রোশ ছিল।

তাই তাকে সে ফুসলিয়ে নিয়ে উত্তরায় ট্রেনের নিচে ফেলে হত্যার চেষ্টা করে। রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধারের খবর নিয়মিতই পত্রপত্রিকায় দেখা যায়। রেলওয়ে পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ থেকে যমুনা সেতু পর্যন্ত কমলাপুর জিআরপি থানার আওতাধীন ২১২ কিলোমিটার এলাকার রেললাইন থেকে বছরে গড়ে প্রায় তিন শ লাশ উদ্ধার করা হচ্ছে। ট্রেনে কাটা পড়া লাশ উদ্ধার করলেও বেশির ভাগ ক্ষেত্রেই নাম-পরিচয় জানার চেষ্টা করে না রেলওয়ে থানা পুলিশ। অভিযোগও থাকে না।

পরে লাশ যদি শনাক্তও হয়, মামলা হত্যায় রূপান্তরিত হওয়ার নজির কম। জিআরপি পুলিশের ভাষ্য, এ ধরনের লাশের ময়নাতদন্তে হত্যার আলামতও মেলে কম। আর এই সুযোগ কাজে লাগিয়ে অপরাধীরা রেললাইনকে হত্যার নিরাপদ এলাকা হিসেবে ব্যবহার করছে। পরিকল্পিত হত্যাকাণ্ডকে লোকজন ধরে নেয় নিছক দুর্ঘটনা কিংবা আত্মহত্যাজনিত ঘটনা হিসেবে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.